দিল্লিতে বিজেপি আপের মধ্যে বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। একদিন আগেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া অভিযোগ করেছিলেন, বিজেপি তাঁকে আপ ছেড়ে গেরুয়া শিবিরের যোগদানের প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ করলেন আপের মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। তিনি অভিযোগ করেছেন, আপ বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। বিনিময়ে আপ বিধায়কদের ৫ কোটি টাকা দেওয়া হবে।
অপারেশন লোটাসে ব্যস্ত বিজেপি
মঙ্গলবার সকালে একটি সাংবাদিক সম্মেলন করেন আপের মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। সেখানে তিনি বলেন, বিজেপি একের পর এক রাজ্যের সরকার বা জোট ভেঙে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠনের চেষ্টা করছে এবং 'অপারেশন লোটাস' প্রতিষ্ঠা করছে। এদিন তিনি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিয়ে বলেন, 'লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি কেন্দ্রের বড় বড় প্রকল্পের সম্পর্কে বলেন। কিন্তু বিজেপি কখনই তাদের সব থেকে বড় প্রকল্প অপারেশন লোটাসের সম্পর্কে কোথাও উল্লেখ করে না। কিন্তু দেশের প্রতিটি মানুষ বিজেপির অপারেশন লোটাসের কথা জানে। যে কোনও রাজ্যে বিজেপি বিধানসভা নির্বাচনে হেরে গেলে ষড়যন্ত্র করে সেখানে সরকার গঠন করে। এই ষড়যন্ত্র বিজেপির শীর্ষনেতৃত্বরা করেন। এটিকেই বলা হয় অপারেশন লোটাস। মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে বিজেপিকে সরকার গঠন করতে দেখা গিয়েছে। কর্ণাটক, অরুণাচল প্রদেশে লোটাস অপারেশনের মাধ্যমে জনগণের নির্দেশকে অসম্মান করা হয়েছে। এবার দিল্লিতে তাই করার চেষ্টা করছে বিজেপি।'
দিল্লিতে বিজেপির প্রধান নিশানা মনীশ সিসোদিয়া
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেন, 'দিল্লিতে সরকার পতনের চেষ্টা করছে বিজেপি। দিল্লি সরকারের পতনের জন্য প্রথমে বিজেপি আপের সেকেন্ড ইন কমান্ড মনীশ সিসোদিয়াকে নিশানা করে। প্রথমে মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে স্কুল তৈরির টাকার দুর্নীতির অভিযোগ করেছিল বিজেপি। কিন্তু বিজেপির সেই অভিযোগ ধোপে টেকেনি। ফের নতুন করে অভিযোগ নিয়ে এসেছে বিজেপি। নতুন আবগারি নীতি বাস্তবায়নের দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছে মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে। তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি করা হয়েছে। কিছু পাওয়া যায়নি।' সোমবার আহমেদাবাদে একটি সাংবাদিক সম্মেলনে মনীশ সিসোদিয়া অভিযোগ করেন, বিজেপির তরফে তাঁকে গেরুয়া শিবিরে যোগদানের প্রস্তাব দেওয়া হয়। বিনিময়ে তাঁর বিরুদ্ধে ইডি-সিবিআই এর তদন্ত বন্ধ হয়ে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়। তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হবে বলেও গেরুয়া শিবির আশ্বাস দিয়েছে। সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন, 'দিল্লি সরকার পতনের জন্য আপের বিধায়কদের বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। বিনিময়ে গেরুয়া শিবির আপ বিধায়কদের ৫ কোটি টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।'