বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে হংকং-এর প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় সাইনা নেহওয়ালের

জয় দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করলেন সাইনা নেহওয়াল। মহিলাদের সিঙ্গলসে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন প্রথম রাইন্ডের ম্যাচে পরাজিত করলেন হংকং-এর প্রতিদ্বন্দ্বী চিয়ুং নগান ই। স্ট্রেট গেমে হংকং-এর সাটলারকে পরাজিত করেন সাইনা। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৯ এবং ২১-৯। টোকিও-এ আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচের বাধা অতিক্রম করতে সাইনার সময় লাগে মাত্র ৩৮ মিনিট।

lতবে, দ্বিতীয় রাউন্ডে খেলতে হবে না সাইনাকে, তিনি সরাসরি প্রতিনিধিত্ব করবেন তৃতীয় রাউন্ডে কারণ দ্বিতীয় রাউন্ড তাঁর প্রতিপক্ষ এবং এই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ বাছাই জাপানের নোজোমি ওকুহারা প্রতিোগীতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সাইনা তৃতীয় রাউন্ডের ম্যাচের ম্যাচে মুখোমুখি হবে দ্বাদশ বাছাই থাইল্যান্ডের বুসানান ওংবামরুংঘপান বনাম জার্মানির ইভোনি লি'র ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

চিয়ুং-এর বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে দু'টি গেমেই নিয়ন্ত্রণে ছিলেন সাইনা। প্রথম গেমে হংকং-এর প্রতিযোগী তবুও লড়াই চালানোর চেষ্টা করলেও দ্বিতীয় গেমে তিনি দাঁড়াতেই পারেননি। সাইনার কোচের ভূমিকায় ছিলেন তাঁর স্বামী এবং কমনওয়েলথ গেমসের প্রাক্তন চ্যাম্পিয়ন পারুপল্লি কাশ্যপ। এই মরসুমে এতটা স্বচ্ছন্দ দেখায়নি সাইনাকে যতটা এই ম্যাচে দেখিয়েছে। অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসে অংশ না নেওয়া সাইনা যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল ফল করেন তা হলে সেটি তাঁর আত্মবিশ্বাসকে অনেকগুণ বাড়িয়ে দেবে। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী শাটলার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল ফলাফল করবেন এমনটা আশা করা যায়, সিঙ্গাপুর ওপেনের শেষ আটে পৌঁছিয়েছিলেন তিনি।

মহিলাদের সিঙ্গলসে চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে বর্তমানে রয়েছে সাইনা, কারণ তরুণ সাটলার মালবিকা বানসুদ প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন। ২০১৯ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ী পিভি সিন্ধু চোটের কারণে এই প্রতিযোগীতায় অংশ নেননি। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের ম্যাচে চোট পেয়েছিলেন সিন্ধু।

এ দিন মহিলাদের ডবলসে ফর্মে থাকা ভারতীয় জুটি গায়েত্রী গোপীচাঁদ এবং জলি ট্রেসা প্রথম রাউন্ডের ম্যাচে পরাজিত করেছে লো ইন ইউয়ান এবং ভালেরি সিও জুটিকে। ভারতীয় জুটির পক্ষে খেলার ফল ২১-১১, ২১-১৩।

More SAINA NEHWAL News  

Read more about:
English summary
Saina Nehwal beat Cheung Ngan Yi in World Badminton championship and moved to second round. Gayatri-Treesa off to winning start.