‘আমিও গ্রেফতার হতে পারি,’ আহমেদাবাদের প্রচারে কেন্দ্রকে আক্রমণ কেজরিওয়ালের

দিল্লিতে আবগারি দফতরের নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। এই ইস্যুতে বিজেপির সঙ্গে আপের বিরোধের পারদ বাড়তে থাকে। গুজরাত সফরে গিয়ে কেজরিওয়াল কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, 'মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হতে পারে। আমাকেও গ্রেফতার করতে পারে।' পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, গুজরাত নির্বাচনের জন্যই এই ধরনের ঘটনা ঘটছে।

গ্রেফতার করা হতে পারে মনীশ সিসোদিয়াকে

গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে আহমেদাবাদে গিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজিওয়াল। সেখানেই তিনি একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। তিনি বলেন, অবগারি নীতি বাস্তবায়নের দুর্নীতি শুধুমাত্র একটা অজুহাত। তিনি বলেন, গুজরাত নির্বাচনের আগে আপকে চাপে ফেলতে এই ধরনের তদন্ত শুরু হয়েছে। তিনি আশঙ্কা করেন, মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হতে পারে। পাশাপাশি তিনি নিজেও গ্রেফতার হতে পারেন বলে মনে করছেন। পাশাপাশি তিনি বলেন, গত ২৭ বছর ধরে গুজরাতের মানুষ অহঙ্কারের শাসন দেখতে দেখতে অতিষ্ঠ।

আবগারি নীতির পরিবর্তনের প্রয়োজন ছিল

দিল্লিতে আবগারি নীতি বাস্তবায়নের দুর্নীতির অভিযোগ বার বার আসছে। এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'আমাদের কাছে পুরনো আবগারি নীতিতে ফিরে যাওয়ার কোনও উপায় ছিল না। অন্য কোনও বিকল্প রাস্তাও ছিল না। আমরা যদি এই নীতি অবলম্বন না করতাম, দিল্লির একাধিক মদের দোকান বন্ধ হয়ে যেত। গুজরাতের মতো অবৈধভাবে মদ বিক্রি হতো। তা কখনই কাম্য নয়।' গুজরাতে মদ্যপান, তৈরি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি। এই প্রসঙ্গে তিনি বলেন, আপ ক্ষমতায় এলে এই আইনের কোনও পরিবর্তন করবে না। গুজরাতে মদ্যপান, বিক্রি ও তৈরির ক্ষেত্রে আগের মতো নিষেধাজ্ঞা থাকবে।

আপ ভাঙনের চেষ্টা বিজেপির

কেজরিওয়াল দুই দিনের গুজরাত সফরে গিয়েছেন। আহমেদাবাদে সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন মনীশ সিসোদিয়া। মনীশ সিসোদিয়া আগেই অভিযোগ করেছিলেন, বিজেপির তরফে তাঁর কাছে মেসেজ পাঠানো হয়েছিল। তিনি আপ থেকে বেরিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেই তাঁর বিরুদ্ধে সিবিআই-ইডি তদন্ত বন্ধ করে দেবে। সোমবার আহমেদাবাদে বিজেপির বিরুদ্ধে নয়া অভিযোগ করেন। তিনি বলেন, 'যাঁদের কথায় শুভেন্দু অধিকারি, হিমন্ত বিশ্ব শর্মা, বৈজয়ন্ত পাণ্ডে, নারায়ণ রানে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।' তবে এই প্রসঙ্গে কোনও নাম মনীশ সিসোদিয়া উল্লেখ করেনি। আপ সূত্রের খবর গুজরাত নির্বাচনে মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযানকে হাতিয়ার করে প্রচার চালানো হবে।

'বন্ধু’ কর্পোরেটদের থেকে সাধারণের থেকে বেশি শুল্ক আদায় করছে কেন্দ্র, অভিযোগ রাহুল গান্ধীর 'বন্ধু’ কর্পোরেটদের থেকে সাধারণের থেকে বেশি শুল্ক আদায় করছে কেন্দ্র, অভিযোগ রাহুল গান্ধীর

More MANISH SISODIA News  

Read more about:
English summary
Kejriwal attacks centre over excise policy and said I may be arrested
Story first published: Monday, August 22, 2022, 17:31 [IST]