শুভমান দাপুটে শতরানে ভাঙলেন সচিনের রেকর্ড! হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে গড়লেন একাধিক নজির

লোকেশ রাহুল আউট হওয়ার পর আজ হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে শুভমান গিল যখন ব্যাট করতে নামেন ভারতের স্কোর তখন ১৫ ওভারে ১ উইকেটে ৬৩। আউট হলেন ৫০তম ওভারের প্রথম বলে। ১৫টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করলেন ৯৭ বলে ১৩০ রান। ভারতের নবম ব্যাটার হিসেবে তিনি হারারেতে একদিনের আন্তর্জাতিকে শতরান করলেন।

নবম ব্যাটার হিসেবে হারারেতে শতরান

শুভমান গিলের আগে ভারতের যে ক্রিকেটাররা হারারেতে একদিনের আন্তর্জাতিকে শতরান করেছেন তাঁরা হলেন- সচিন তেন্ডুলকর (২০০১ সালে অপরাজিত ১২২), ২০০৫ সালে যুবরাজ সিং (১২০) ও মহম্মদ কাইফ (অপরাজিত ১০২), ২০১৩ সালে বিরাট কোহলি (১১৫), শিখর ধাওয়ান (১১৬), ২০১৫ সালে কেদার যাদব (অপরাজিত ১০৫), অম্বাতি রায়ুডু (অপরাজিত ১২৪) এবং ২০১৬ সালে লোকেশ রাহুল (অপরাজিত ১০০)।

এলিট লিস্টে

ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে কম বয়সে একদিনের আন্তর্জাতিক শতরান করার নিরিখে গিল রইলেন তৃতীয় স্থানে। ২২ বছর ৪১ দিনের মাথায় যুবরাজ সিং অস্ট্রেলিয়ায় একদিনের আন্তর্জাতিকের শতরানটি করেছিলেন। বিরাট কোহলি ইংল্যান্ডে ওয়ান ডে ইন্টারন্যাশনালে সেঞ্চুরি পেয়েছিলেন ২২ বছর ৩১৫ দিনের মাথায়। শুভমান আজ শতরান করলেন ২২ বছর ৩৪৮ দিনের মাথায়। জিম্বাবোয়ে সফরে রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে প্রথম শতরান করেছিলেন ২৩ বছর ২৮ দিনের মাথায়। শুভমানের ইনিংস দেখে উচ্ছ্বসিত যুবরাজ সিং প্রত্যাশায় ভবিষ্যতে আরও শতরান দেখার জন্য।

সচিনকে পিছনে ফেললেন

শুভমান এদিন জিম্বাবোয়েতে ভারতের কোনও ব্যাটার হিসেবে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড গড়লেন সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে। ১৯৯৮ সালে বুলাওয়েতে সচিন তেন্ডুলকর করেছিলেন ১৩০ বলে অপরাজিত ১২৭। শুভমান আজ করলেন ১৩০। স্বাভাবিকভাবেই হারারে স্পোর্টস ক্লাবে ভারতীয়দের মধ্যে এটিই সর্বাধিক স্কোর। এই মাঠে বিরাট কোহলি ২০১৩ সালে ১০৮ বলে ১১৫ করেছিলেন। শিখর ধাওয়ান ১২৭ বলে করেছিলেন ১১৬ রান। যুবরাজ সিং ২০০৫ সালে করেন ১২৪ বলে ১২০। রায়ুডু ১৩৩ বলে ১২৪ রান করেছিলেন।

জায়গা পাকা

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুভমান অপরাজিত ৯৮ রান করেছিলেন। মাত্র ২ রানের জন্য পাননি কাঙ্ক্ষিত শতরান। সেই অপেক্ষার অবসান হলো হারারেতে। চলতি সিরিজে শুভমান ২৪৫ রান করেছেন। ব্যাটিং গড় ১১৫.৫০, স্ট্রাইক রেট ১২০.৬৮। আজ গিলের স্ট্রাইক রেট ছিল ১৩৪.০২। আজ শুভমান যেভাবে ব্যাটিং করেছেন তাতে তাঁকে লম্বা রেসের ঘোড়া বলেই মনে করা হচ্ছে। একদিনের আন্তর্জাতিক ফরম্যাটের বিশ্বকাপ আগামী বছর। তার আগে শুভমান এই ইনিংসের মাধ্যমে নিজের জায়গা পাকা করে নিলেন বলেই মনে করা হচ্ছে। আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ পুরস্কারও তাঁরই দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

More SHUBMAN GILL News  

Read more about:
English summary
Shubman Gill Breaks Sachin Tendulkar's ODI Record By Scoring Hundred In Harare. Gill Also Joins Virat, Rohit, Yuvraj In Elite List.