‘গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়’, প্যারোডি শেয়ার করে কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপির

দিল্লির আবগারি নীতি দুর্নীতি নিয়ে আপ ও বিজেপির যুদ্ধ অব্যাহত রয়েছে। সেই বাকযুদ্ধকে আরও উসকে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে একটি প্যরোডি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করা হয়েছে। সাড়ে তিন মিনিটের ভিডিওতে কেজরিওয়ালের মতো পোশাক পরা এক ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে। ওই ব্যক্তি বিজেপির আপ সরকারের বিরুদ্ধে নিয়ে আসা আবগারি নীতি কেলেঙ্কারিকে সমর্থন করছেন।

কী রয়েছে ভিডিওটিতে

বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য সোমবার টুইটারে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের পোশাক পরা এক ব্যক্তিকে দেখা যায়। সেখানে পরোক্ষে কেজরিওয়ালের শাসনকালে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়। শুক্রবার আমেরিকার প্রথম সারির সংবাদমাধ্যমে দিল্লির স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে এই ইতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়। অমিত মালব্যের শেয়ার করা ভিডিওতে সেই প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

কেজরিওয়ালের কেন্দ্রকে আক্রমণ

অমিত মালব্যের টুইটের ঠিক আগেই কেজরিওয়াল কেন্দ্রকে বিঁধে একটি টুইট করেন। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে সরকার পতনের চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ করেন। টুইটারে হিন্দিতে কেজরিওয়াল লেখেন, ঠিক যে সময় টাকার মূল্যের ক্রমাগত পতন হচ্ছে, মুদ্রাস্ফীতিতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা, বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে, তখন 'ইডি-সিবিআই' খেলায় ব্যস্ত কেন্দ্র। জনগণের দ্বারা নির্বাচিত সরকার পতনের চেষ্টা করছে। এই সময় মানুষ কার কাছে যাবে। কোথায় নিজেদের সমস্যার কথা জানাবে।

আবাগারী নীতি কেলেঙ্কারির অভিযোগ

প্রসঙ্গত, শুক্রবার দিল্লির আবগারি দফতরের নীতি দুর্নীতির তদন্তে সিবিআই উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়ি অভিযান চালায়। এরপর থেকেই আবগারি নীতি কেলেঙ্কারী নিয়ে বিজেপি ও আপের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা গত বছরের ১৭ নভেম্বর থেকে কার্যকর আবগারি নীতির বিরোধিতা করেন। তিনি নয়া আবগারি নীতি নিয়ম বিরুদ্ধ ও পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে তিনি সিবিআই তদন্তের সুপারিশ করেন। তারপরেই সিবিআই একাধিক তল্লাশি অভিযান শুরু করে। যদিও মনীশ সিসোদিয়া তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সরকার ভালো কাজ করছে। তা থামিয়ে দিতেই এই ধরনের সিবিআই তদন্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।

মনীশ সিসোদিয়ার দাবি

আবগারি দুর্নীতি নিয়ে তরজার মধ্যেই দিল্লির উপমুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন। তিনি দাবি করেছেন, বিজেপির কাছ থেকে বার্তা এসেছে, আপ ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলে তাঁর বিরুদ্ধে সিবিআই ও ইডির সমস্ত তদন্ত বন্ধ করে দেবে। বিজেপির বিরুদ্ধে আগেও বিরোধীরা এই ধরনের অভিযোগ করেছে।

কংগ্রেসের 'অ-গান্ধী’ সভাপতি নির্বাচন ছাড়া গতি নেই, এখন নতুন পথের দিশারি রাহুল কংগ্রেসের 'অ-গান্ধী’ সভাপতি নির্বাচন ছাড়া গতি নেই, এখন নতুন পথের দিশারি রাহুল

More ARVIND KEJRIWAL News  

Read more about:
English summary
BJP mocks Arvind Kejriwal in a parody video during CBI investigation in implement of liquor policy