নীতীশই যোগ্য
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, তেজস্বী যাদব বলেছেন, নীতীশ কুমার প্রধানমন্ত্রী পদের জন্য শক্তিশালী প্রার্থী। কেননা তাঁর গুডউইল রয়েছে। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, বিজেপির জঙ্গলরাজের অভিযোগ শুনতে শুনতে লোকে পরিশ্রান্ত হয়ে পড়েছে। বিষয়টিকে নেকড়ের কান্না বলেও কটাক্ষ করেছেন তিনি।
দেশের সামনে বড় চ্যালেঞ্জ
তেজস্বী যাদব বলেছেন, বিহারের মহাজোট বিরোধী ঐক্যের জন্য সুদূরপ্রসারি। কেননা বেশিরভাগ বিরোধী দলই স্বীকার করে নিয়েছেন, দেশের সামনে বড় চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে।
১০ অগাস্ট অষ্টমবারে জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ
নীতীশ কুমার বিহারে বিজেপির সঙ্গ ছেড়ে এনডিএ জোট থেকে বেরিয়ে ফের মহাজোটে যোগ দিয়েছেন। ১০ অগাস্ট তিনি অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মহাজোট সরকার গঠন করতে নীতীশ কুমার
হাত মিলিয়েছেন তেজস্বী যাদবের সঙ্গে। তেজস্বী যাদব বর্তমানে রাষ্ট্রীয় জনতা দলের নেতা এবং তিনিই বিহারের উপমুখ্যমন্ত্রী।
নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বী কেজরিওয়াল, দাবি আপের
এদিকে শনিবার সাংবাদিক সম্মেলন করে আপের তরফে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন অরবিন্দ কেজরিওয়াল। গোয়া, উত্তর প্রদেশের
ভোটের আগে তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা শুরু হয়। কিন্তু বাংলার বাইরে আর কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কোনও রকমের প্রধান ফেলতে পারেনি। তারপর গত প্রায় একমাস ধরে বাংলায় ইডি-সিবিআই-এর নিশানায় তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা। সেই পরিস্থিতিতে কিছু হলেও ম্রিয়মান তৃণমূল।
তারই মধ্যে আপ কেজরিওয়ালকে আর আরজেডি নীতীশ কুমারকে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, আর যাই হোক বর্তমান পরিস্থিততে
বিরোধী শিবির সম্মিলিতভাবে কাউকে নির্দিষ্ট করে প্রধানমন্ত্রী পদের জন্য সামনে রাখতে পারবে না।