ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে নতুন মরসুম শুরু করতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। ভারতীয় নৌ-বাহিনীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। নতুন বিনিয়োগকারী, নতুন কোচ, পুরো নতুন একটা স্কোয়াডের সামনে সুযোগ ইস্টবেঙ্গলের চেনা ছবি ফিরিয়ে আনা।
ইস্টবেঙ্গল সাবেক কর্তাদের ডামাডোল তৈরি করা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে দল গঠন করে দলকে মাঠে নামাতে অগস্টের প্রথম দিক লেগে গিয়েছে ইমামির। সেখানে ইমামি ইস্টবেঙ্গল ১৪-১৫ দিনের প্রস্তুতিতে খুব ভাল পারফর্ম করবে তা আশা করা একেবারেই উচিৎ। তবে, ইস্টবেঙ্গলের মতো ক্লাব একেবারে খারাপ পারফর্ম করলেও সেটা সমর্থকরা মেনে নিতে পারবেন না। এমনিতেই গত দুই মরসুম আইএসএল-এর লিগ টেবিলের তলায় থেকে শেষ করতে হয়েছে।
ফলে হাতে থাকা মশলা দিয়ে যাতে বিরিয়ান না হোক অন্তত পাতে দেওয়ার মতো কালিয়া বানানো যায় তার প্রচেষ্টাই করছেন স্টিফেন কনস্ট্যানটাইন। লাল-হলুদের ব্রিটিশ কোচ তাই ম্যাচের আগে দুই দিন ক্লোজ ডোর অনুশীলন করান। নতুন মরসুম শুরুর আগে তাঁর দলের লক্ষ্যে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বলেছেন, "সকলেই জানেন আমাদের সমস্যাটা কোথায়। ফুটবলারদের কেই একে অপরকে চেনে না এবং অতীতে কখনও এক সঙ্গে খেলেওনি। তাই বোঝাপড়া তৈরিতে অনেকটা সময় লাগছে। প্রথম ম্য়াচে প্রতিপক্ষ আমাদের কাছে অচেনা। আশা করব এই ম্যাচ থেকে দলকে আরও ভাল করে গুছিয়ে নেওয়ার।" অপর দিকে, বিদেশি ফুটবলারদের মধ্যে কাদের এই ম্যাচের জন্য পাবেন তিনি। এক গাল হাসি ভরা মুখে স্টিফেনের ইঙ্গিতপূর্ণ উত্তর, "দেড় জন।" এক বা দুই হয় কিন্তু অর্ধেক জন কি কোনও মানুষ হতে পারে? দেড় জনের বাকি অর্ধেকটা কে? এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হতেই ব্রিটিশ কোচের চেনা ভঙ্গি আবারও ইঙ্গিতপূর্ণ উত্তর, "কাল ম্যাচেই দেখতে পাবেন।" এ দিন ইস্টবেঙ্গলের পুরনো অতীতকে আরও এক বার নিজের মনে করিয়ে মনে মনে হয়তো এই ক্লাবের ঐতিহ্যকে শতাব্দী পেরিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের উদ্দেশ্যে প্রনাম জানালেন স্টিফেন। তিনি বলেন, "ইমামি ইস্টবেঙ্গলের কোচ হওয়া আমার কাছে গর্বের। এই ক্লাবের দুর্দান্ত অতীত এবং ইতিহাস রয়েছে।"
ইস্টবেঙ্গল কোচ যেমন প্রতিপক্ষ সম্পর্কে একেবারে অজানা, তেমনই নতুন এই ইস্টবেঙ্গলকে নিয়েও কোনও ঠিকঠাক ধারণা নেই। ভারতীয় নৌ-বাহিনীর কোচ অভিষেক নায়ারের। তিনি বলেছেন, "আমরা খুব বেশি জানি না নিজেদের প্রতিরক্ষ সম্পর্কে। তবে, স্টিফেন কনস্ট্যানটাইন ওদের কোচ এবং ওনার ভারতীয় ফুটবলের ভাল অভিজ্ঞতা রয়েছে। আমরা একটা শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হচ্ছি। তা ছাড়া ওরা স্থানীয় সমর্থকদের সমর্থন পাবে। আমরা শুধু মন দিয়ে একটা বিষয় নিশ্চিত করতে চাই যে যেই ভুলগুলো গত ম্যাচে করেছিলাম সেইগুলো যাতে এই ম্যাচে না হয়, যার কারণে বেশ কিছু গোল হজম করতে হয়েছিল আমাদের। আমরা অবশ্যই জেতার জন্য খেলব।"