বিতর্কের মুখে হৃত্ত্বিক রোশনের জোম্যাটোর বিজ্ঞাপন। মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা বলিউড অভিনেতা হৃত্ত্বিক রোশনের জোম্যাটোর বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তি তোলার পর রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক নরোত্তম মিশ্র জানিয়েছেন যে তিনি পুলিশকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন। তবে মিশ্র এও জানিয়েছেন যে প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিজ্ঞাপনের ভিডিও দেখে মনে করা হচ্ছে যে তা মর্ফ করা হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের বিখ্যাত মন্দিরের দু'জন পুরোহিত শনিবার জোম্যাটোর ওই বিজ্ঞাপন তুলে নেওয়ার দাবী জানান এবং পুরোহিতরা এও দাবী করেছেন যে এটা হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছে। জোম্যাটোর বিতর্কিত ওই বিজ্ঞাপনে হৃত্ত্বিককে বলতে শোনা গিয়েছে যে উজ্জয়িনির থালি খেতে ইচ্ছা করছিল তাই মহাকাল থেকে আনিয়ে নিলাম। নরোত্তম মিশ্র জানিয়েছেন যে বিজ্ঞাপনের ভিডিও দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটি মর্ফ করা হয়েছে। তিনি উজ্জয়িনির এসপিকে প্রকৃত ভিডিওর বিষয়ে খোঁজ নিতে বলেছেন এবং তাঁকে রিপোর্ট করে দোষীর বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।
মন্দিরের দুই পুরোহিত মহেশ ও আশিষ দাবী করেছেন যে জোম্যাটো যেন দ্রুত এই বিজ্ঞাপন সরিয়ে ক্ষমা চায়। ভক্তদের থালায় করে প্রসাদ দেওয়া হয় এবং বিনামূল্যে আর এই বিজ্ঞাপন হিন্দুদের অনুভূতিতে আঘাত দিয়েছে বলে দাবী করেন দুই পুরোহিত। ওই দুই পুরোহিত এও জানিয়েছেন যে তাঁরা উজ্জয়িনির কালেক্টর আশীষ সিং, যিনি মহাকাল মন্দির ট্রাস্টের চেয়ারম্যানও, তাঁকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। জোম্যাটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলে তারা আর কখনও হিন্দু ধর্মকে আঘাত করবে না। শনিবার এ প্রসঙ্গে কালেক্টর জানিয়েছেন যে মন্দির থেকে বিনামূল্যে খাবার দেওয়া হয় যা প্রসাদ হিসাবে বিতরণ হয়, এই বিজ্ঞাপনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন নিয়ে একাধিক ক্ষোভের মুখে পড়ে রবিবার জোম্যাটো হিন্দুদের ভাবাবেগে আঘাত করা নিয়ে নিজেদের একটি বিবৃতি প্রকাশ করেছেন। ফুড ডেলিভারি অ্যাপ জানিয়েছেন যে সারাদেশে একটি বিজ্ঞাপন ক্যাম্পেন চালানো হচ্ছিল। তাতে প্রতিটি শহরের জনপ্রিয় রেস্তোরাঁ এবং জনপ্রিয় খাবার বেছে নেওয়া হয়েছিল। উজ্জ্বয়িনীর জন্য মহাকাল রেস্তোরাঁ বেছে নেওয়া হয়েছিল। সেইসঙ্গে জোম্যাটোর তরফে বলা হয়েছে, 'আমরা উজ্জ্বয়িনীর মানুষের ভাবাবেগেকে সম্মান করি এবং যে বিজ্ঞাপন বিতর্ক, সেই বিজ্ঞাপন চলছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং কারও বিশ্বাস ও ভাবাবেগে আঘাতের কোনও উদ্দেশ্য কখনও ছিল না আমাদের।' জোম্যাটো এও স্পষ্ট করে জানায় যে মহাকাল রেস্তোরাঁ তাঁদের উজ্জয়িনির মধ্যে সর্বাধিক অর্ডার আসা রেস্তোরাঁ। মহাকাল রেস্তোরাঁর সুপারিশ করা মেনুর মধ্যে থালি একটি এবং এর সঙ্গে শ্রী মহাকালেশ্বর মন্দিরের কোনও সম্পর্ক নেই।