মাঝ আকাশে আগুন-আতঙ্কে চালকদের 'মে ডে'! কলকাতায় বিমানের জরুরি অবতরণ

দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর (Indigo) বিমানের অগ্রাধিকার অবতরণ কলকাতা বিমানবন্দরে। ইন্ডিগোর পাইলটরা প্রথমে বিমানের কার্গো এলাকায় স্মোক অ্যালার্মের কথা বলে এটিসির কাছে অগ্রাধিকার অবতরণের জন্য বলেন। তাদের অনুমতিও দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।

বিমানের জরুরি অবতরণ

বিমানের পাইলটরা এটিসিতে বলার সঙ্গে সঙ্গে ইন্ডিগোর 6E-2513 বিমানটিতে জরুরি অবতরণের জন্য বিমানবন্দরের দমকলকেও সতর্ক করা হয়।

সতর্কতা মিথ্যা

ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে পাইলটরা এসওপি অনুসরণ করেছিলেন এবং কলকাতায় অবতরণের অগ্রাধিকার দিয়েছিলেন। বিমান অবতরণের পরে যাত্রীদের নামিয়ে পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করা হয়। দেখা যায় ফলে যে সতর্কতা নেওয়া হয়েছিল তা মিথ্যা বলেই প্রমাণিত হয়। ফলে এব্যাপারে পরবর্তী প্রক্রিয়া জারি রয়েছে।

পাইলটদের মে ডে

ডিজিসিএ-র তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া সতর্কতার কারণে বিমানটির পাইলটরা মে ডে ঘোষণা করেছিলেন। যদি বিমান অবতরণের পরে দেখা যায়, এই সতর্কতাটি ছিল ভুয়ো।মে ডে হল একটি জীবনের হুমকি সংক্রান্ত জরুরি সংকেত। যা জাহাজে কিংবা বিমানে ব্যবহার করা হয়।

যাত্রীরা সুস্থ ও নিরাপদ

ইন্ডিগোর এয়ারবাসটির অবতরণের পরে সব যাত্রীরা সুস্থ ও নিরাপদে রয়েছেন বলেও জানানো হয়েছে।

মমতা নয় বিরোধী শিবিরে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নীতীশের দিকে পাল্লা ভারী? তেজস্বীর কথায় জল্পনামমতা নয় বিরোধী শিবিরে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নীতীশের দিকে পাল্লা ভারী? তেজস্বীর কথায় জল্পনা

More EMERGENCY News  

Read more about:
English summary
Due to Smoke alerm IndiGo flight makes priority landing in Kolkata Airport
Story first published: Sunday, August 21, 2022, 20:42 [IST]