মহম্মদ শামির নতুন প্রেম! লং ড্রাইভে যাওয়ার গাড়ির দাম ও বৈশিষ্ট্য চমকে দেবে

মহম্মদ শামিকে ইংল্যান্ড সফরের পর থেকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে সফরের পাশাপাশি রাখা হয়নি এশিয়া কাপের দলেও। তবে জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেলের চোট গুজরাত টাইটান্সের নির্ভরযোগ্য পেসারের জন্য খুলে দিতে পারে টি ২০ বিশ্বকাপের দরজা। তবে শামি আপাতত মজে রয়েছেন নিজের নতুন গাড়ি নিয়ে। যার দাম প্রায় ১ কোটি টাকা!

শামির ১ কোটির জাগুয়ার

পারিবারিক ঝড়় প্রভাব ফেলেনি মহম্মদ শামির ক্রিকেট কেরিয়ারে। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের অবনতি, মামলা-মোকদ্দমা, একাধিক বিতর্কের তির ধেয়ে এলেও সতীর্থ ও ভক্তদের পাশে থেকে শামি অবিচল থেকেছেন ক্রিকেট মাঠে। মাঝেমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ছুটিও কাটান। সম্প্রতি শামি একটি জাগুয়ার এফ-টাইপ গাড়ি কিনেছেন। জুলাইয়ের শেষের দিকে তিনি গাড়িটি কিনলেও এর ভিডিও তিনি শেয়ার করেছেন গতকাল। এই মডেলের গাড়ির নানারকম দর থাকলেও বেসিক ভ্যারিয়্যান্টের এক্স-শোরুম প্রাইস ৯৮.১৩ লক্ষ টাকা। যার অন-রোড দর পৌঁছে যাবে ১ কোটি টাকার উপর।

গ্যারাজে একাধিক বিলাসবহুল গাড়ি

মহম্মদ শামি বরাবরই গাড়ির বিষয়ে সৌখিন। তাঁর রয়েছে টয়োটা ফরচুনার, বিএমডব্লু ফাইভ সিরিজ এবং অডি। এবার সেই তালিকায় যোগ হলো জাগুয়ার। এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রতি ঘণ্টায় ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে পৌঁছাতে এটি সময় নেয় মাত্র ৩.৭ সেকেন্ডে। অর্থাৎ শামি যেমন নিজের বলের গতি ও বৈচিত্র্যে ঠকান ব্যাটারদের, তেমনই গাড়ির গতির ক্ষেত্রেও শামির প্রেম বোঝা যাচ্ছে তাঁর গাড়ির মডেল পছন্দ করার ক্ষেত্রে।

চমকপ্রদ বৈশিষ্ট্য

এর পাশাপাশি এই গাড়ির আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। গাড়িটিতে রয়েছে পাওয়ারফুল ভি এইট ৩৩১ কেডব্লু ইঞ্জিন। যা অত্যন্ত পাওয়ারফুল ইঞ্জিন। গাড়িটিতে দুটি পেট্রোল ইঞ্জিন রয়েছে। একটানা ঘণ্টায় ২৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে গাড়িটি। রয়েছে এইট স্পিড অটোমেটেড গিয়ার বক্স। ফলে রাস্তা দিয়ে মসৃণভাবে তা চলতে পারে। গাড়িটিতে কোনও ঝাঁকুনিও অনুভব করবেন না আরোহীরা। শিবা মোটরস থেকে গাড়িটি কিনেছেন শামি। এই সংস্থার কর্ণধার অমিত গর্গ সোশ্যাল মিডিয়ায় আগেই শামির গাড়ি কেনার ছবি পোস্ট করেছেন। শামির হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার সময় তাঁর সই করা একটি সাদা বল উপহারও পেয়েছেন অমিত।

লং ড্রাইভের আগে বাইক-প্রেম

বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়ার মতো শামিও গাড়ির পাশাপাশি বাইকের অনুরাগী। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ৬৫০ বাইকের উপর বসে থাকা ছবি পোস্ট করেছেন। ফলে মনে করা হচ্ছে, শামি ছুটি কাটানোর ফাঁকে নিজের নতুন প্রেমকে নিয়ে ভালোই মজে রয়েছেন। নতুন গাড়ি কেনার জন্য তাঁকে অনেকে অভিনন্দন ও শুভেচ্ছাও জানিয়েছেন। নতুন গাড়ি ভারতের টি ২০ দলে ফেরার ক্ষেত্রে কতটা লাকি হয় সেটা সময়ই বলবে।

More MOHAMMED SHAMI News  

Read more about:
English summary
Mohammed Shami Shares Multiple Videos Of His Brand New Car And Is Enjoying Long Drive. Know The Cost And Features Of Shami's Car.
Story first published: Sunday, August 21, 2022, 16:59 [IST]