সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি বিখ্যাত হোটেলে জঙ্গি হামলার ঘটনায় কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আল-শাবাব জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, হোটেলের বেশির ভাগ অতিথিকে নিরাপদে বের করা সম্ভব হয়েছে। তবে এখন হোটেলে বে কয়েকজন রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আল- শাবাব জঙ্গি গোষ্ঠীর দুই সদস্য নিহত হয়েছে। সোমালিয়ার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই অব্যাহত রয়েছে।
সোমালিয়ার নিরাপত্তা আধিকারিক মহম্মদ আবদিকারিক জানিয়েছেন, হোটেলের মধ্যে এখনও জঙ্গিরা অবস্থান করছে। জঙ্গিদের কবল থেকে হোটেলকে মুক্ত করতে দেশের নিরাপত্তা বাহিনী এখনও লড়াই অব্যাহত রেখেছে। তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে জঙ্গিরা এই হোটেলটি হামলা করে। সোমালিয়ার মোগাদিশুতে হায়াত জনপ্রিয় হোটেল হিসেবে পরিচিত। সোমালিয়ার অ্যাম্বুল্যান্স পরিষো তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে আট জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। তাঁদের মধ্যে দুই শিশু ছিল। অ্যাম্বুল্যান্সের সাহায্যে তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমালিয়ার নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, আল শাবাব জঙ্গিরা হামলার সময় গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনায়। দুটো বিস্ফোরণ হোটেলের সামনে হয়। একটি হায়াতের প্রধান ফটকের সামনে। তারপরেই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের যুদ্ধ শুরু হয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণটি হোটেলের একটি ভবনের সামনে হয়। দ্বিতীয় বিস্ফোরণের পরেই জঙ্গিরা হোটেলের অভ্যন্তরে প্রবেশ করে। তাঁরা হোটেলের অতিথিদের বন্দি করে রেখেছেন কি না, সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়নি। তবে হোটেলে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন। হোটেলের অভ্যন্তরে জঙ্গিদের সঙ্গে দেশের নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলছে।
আল শাবাব জঙ্গি গোষ্ঠী আল কায়দা গোষ্ঠীর একটি শাখা। গত ১০ বছর ধরে আল শাবারের সঙ্গে সোমালিয়ার সরকারের লড়াই চলছে। চলতি বছরের মে মাসে প্রেসিডন্ট মহম্মদ হাসান শেখ মোহাম্মদ দায়িত্ব নেয়। তারপরেই জঙ্গিগোষ্ঠীটির এই প্রথম হামলা চালায় বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। আগে একাধিকবার আল শাবাব হোটেবে হামলা করেছে। ২০২০ সালে মোগাদিশুর একটি হোটেলে আল শাবাব হামলা করে। ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। সম্প্রতি আমেরিকা সোমালিয়ার আল শাবাব জঙ্গি গোষ্ঠীর ওপর অভিযান বাড়িয়ে দিয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে আমেরিকার তরফে জানানো হয়েছে, সোমালিয়ার মধ্য ও দক্ষিণ অংশে একটি বিমান হামলার ফলে ১৩ জন আল-শাবাব জঙ্গি নিহত হয়েছেন। সম্প্রতি আমেরিকা আল শাবাব জঙ্গিগোষ্ঠীকে নিশানা করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে।