তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ দেখিয়ে মঙ্গলবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করে ফিফা। পাশাপাশি ফিফার পক্ষ থেকে এ-ও জানিয়ে দেওয়া হয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করার কোনও সুযোগ নেই ভারতের কাছে। ৮৫ বছরে এই প্রথম সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফএ)-কে নির্বাসিত করে ফিফা।
মেয়দ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও প্রফুল প্যাটেল এবং এক্সিকিউটিভ কমিটি এআইএফএফ-এর চেয়ার দখল করে থাকায় এবং সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সমস্তা কাজে বেআইনি ভাবে যুক্ত থাকার অভিযোগ এনে দিল্লি ফুটবলের এক কর্তা দ্বারস্থ হন আদালতের। এই মামলার রায়দানে পুরনো কমিটিকে ভেঙে দিয়ে দেশের স্পোর্ট কোড অনুযায়ী নতুন আইন এবং দ্রুত নির্বাচন করানোর জন্য তিন সদস্যের কমিটিকে দায়িত্ব দেয় সুপ্রিম কোর্ট। সিওএ-এর দায়িত্ব ছিল নতুন কমিটি তৈরি না হওয়া পর্যন্ত ভারতীয় ফুটবলের সমস্তা কাজ দেখাশোনা করা। কিন্তু ফিফা এই সিদ্ধান্ত ভাল ভাবে নেয়নি। কারণ কোনও দেশের ফুটবল সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করে না ফিফা এবং এই কারণে অতীতে নির্বাসিত হত হয়েছিল পাকিস্তানকেও।
The Pakistan Football Federation hopes that @IndianFootball will be back very soon and will continue to electrify us in the coming years! 📈
— Pakistan Football Federation (@TheRealPFF) August 18, 2022
Sharing in your hard moments with love and friendship. 🇵🇰🇮🇳 #FootballPakistan #DilSayFootball pic.twitter.com/3Q4umhZkAk
ভারতীয় ফুটবলের সামগ্রিক পরিস্থিতি খাতিয়ে দেখতে ভারতে আসে ফিফা এবং এএফসি'র যৌথ প্রতিনিধি দল। তাঁরা নির্দেশ দিয়েছিল দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এবং নতুন কমিটি গঠনের জন্য। কিন্তু শেষ পর্যন্ত নির্বাসনের খাড়া নেমে আসে ভারতের উপর। যদিও ভারতের ক্রীড়ামন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে তলেছে ফিফা এবং তাঁরা আশাবাদী দ্রুতই এই বিষয়ে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে ভারত।
প্রতিবেশী দেশ নির্বাসিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তান ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন এবং সেখানে তারা লিখেছে, "একতা এবং অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে ফুটবল। পাকিস্তান ফুটবল ফেডারেশন বিশ্বস করে দ্রুতই নির্বাসন কাটিয়ে ফিরে আসবে ভারত।" ওই পোস্টে ভারতীয় দলের একটি ছবি শেয়ার করা হয়েছে যার উপর লেখা, "ভারতীয় ফুটবল ফেডারেশন এবং সমস্ত ভারতীয় ফুটবল ভক্তদের প্রতি সমবেদনা জানাই। আপনাদের দলের খেলা দেখতে না পারলে কষ্ট হয়। আশা করা ভারতীয় ফুটবল এই নির্বাসন কাটিয়ে ফিরে আসবে এবং আগামী বছরগুলিতে আমাদের উত্তেজক ফুটবল উপহার দেবে।"