ভাইচুং এআইএফএফ সভাপতি নির্বাচনে লড়বেন, ক্লাবগুলির স্বার্থরক্ষায় ফিফা ও এএফসিকে অনুরোধ কেন্দ্রের

ফিফার নির্বাসনের কোপে পড়েছে ভারতীয় ফুটবল। ফিফার পরামর্শকে মান্যতা দিয়ে নতুন সংবিধান তৈরি ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করলে নির্বাসন ওঠার সম্ভাবনা রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে শুনানির উপরও নির্ভর করবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। ইতিমধ্যেই শীর্ষ আদালত কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রককে নির্দেশ দিয়েছে নির্বাসন ওঠানোর ব্যাপারে ফিফার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে।

ফিফার নির্বাসনে অস্বস্তি

ফিফার নির্বাসনের পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকমণ্ডলী যে খসড়া সংবিধান তৈরি করেছিল তাতে পরিবর্তন আসছেই। এই প্রশাসকমণ্ডলীকেই তৃতীয় পক্ষ হিসেবে চিহ্নিত করে এআইএফএফকে নির্বাসিত করেছে ফিফা। আবার কী করলে নির্বাসন উঠতে পারে সে ব্যাপারেও গাইডলাইন পাঠানো হয়েছে। ফিফার সঙ্গে কেন্দ্রীয় সরকার নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। কার্যকরী কমিটিতে প্রাক্তন ফুটবলারদের সংখ্যা কমানো, তাঁদের ভোটাধিকার না দেওয়ার মতো বেশ কিছু বিষয় মানতেই হবে এআইএফএফকে। ফিফার এই নির্বাসনের খাঁড়া নেমে আসায় বিপদে পড়েছে ভারতের ক্লাবগুলিও।

ক্লাবের স্বার্থে অনুরোধ

শ্রী গোকুলাম কেরালা এফসি ইতিমধ্যেই উজবেকিস্তান পৌঁছে গিয়েছে এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার জন্য। ২৩ অগাস্ট ইরানের দলের বিরুদ্ধে তাদের খেলা রয়েছে। আবার এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগানের ম্যাচ রয়েছে বাহরিনে ৭ সেপ্টেম্বর। ফিফার নির্বাসনের জেরে এই ম্যাচগুলি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ফিফা ও এএফসিকে ই মেল পাঠিয়ে অনুরোধ করেছে যাতে এই ক্লাবগুলিকে এএফসি টুর্নামেন্ট খেলার অনুমতি দেওয়া হয়। ফিফার নির্বাসন ঘোষণার আগেই গোকুলামের দল উজবেকিস্তানে যে পৌঁছে গিয়েছে সেটাও জানানো হয়েছে। একইসঙ্গে উজবেকিস্তানে ভারতীয় দূতাবাসকে বলা হয়েছে এই দলটিকে সর্বতোভাবে সহযোগিতার জন্য।

ভাইচুংয়ের মনোনয়ন

এরই মধ্যে এআইএফএফে ২৮ অগাস্ট কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচন হবে বলে জানিয়েছিল প্রশাসকমণ্ডলী। সেইমতো আজই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যদিও নির্বাচনী প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আসবে কিনা সেটা নির্ভর করবে সুপ্রিম কোর্টে শুনানির উপর। এআইএফএফের সভাপতি পদে লড়ার জন্য মনোনয়ন দাখিল করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তিনি বলেছেন, ফুটবলারদের প্রতিনিধি হিসেবে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রাক্তন ফুটবলাররা এআইএফএফে এসে দেশের ফুটবল পরিচালনার দায়িত্ব সামলাতে পারবেন বলে আশা রাখি। আমরা দেখাতে চাই ফুটবলারের পাশাপাশি প্রশাসক হিসেবে কাজ করার দক্ষতাও আমাদের রয়েছে।

এগিয়ে কল্যাণ?

ফুটবল দিল্লির সভাপতি শাজি প্রভাকরণও লড়বেন ফেডারেশন সভাপতি হওয়ার লড়াইয়ে। মেঘালয় ফুটবল সংস্থার হয়ে প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক ইউজেনলন লিংডো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা তথা আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ও মনোনয়ন পেশ করেছেন। ফেডারেশন সভাপতি হওয়ার দৌড়ে প্রাক্তন ফুটবলার তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে এগিয়ে বলে জানা যাচ্ছে। তাঁর নাম গুজরাত ফুটবল সংস্থা প্রস্তাব করেছে, সমর্থন জানিয়েছে অরুণাচল প্রদেশ ফুটবল সংস্থা।

More AIFF News  

Read more about:
English summary
Bhaichung Bhutia Files Nomination For AIFF President's Post. Sports Ministry Requests FIFA, AFC To Allow Indian Clubs To Play AFC Tournaments.
Story first published: Friday, August 19, 2022, 18:29 [IST]