লেজেন্ডসলিগ ক্রিকেটেখেলবেনগৌতম গম্ভীর:
প্রতিযোগীতার তরফ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির বয়ান অনুযায়ী গৌতম গম্ভীর বলেছেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিতে চলেছি যা শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। আবারও বাইশ গজে নাম, এটা ভেবেই আমি উত্তেজিত। বিশ্ব ক্রিকেটের নক্ষত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার সুযোগ পাওয়াটা সম্মানের।"
ভারতের জার্সিতে গৌতম গম্ভীরের কৃতিত্ব:
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং আইসিসি টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপের ফাইনালে তাঁর ব্যাট থেকে ঝকঝকে ৯৭ রানের ইনিংস না এলে বিশ্বকাপ জেতা হত না ভারতের। ১৪৭টি একদিনের ম্যাচে, ৩৭টি টি-২০ ম্যাচে এবং ৫৮টি টেস্ট ম্যাচে ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন গম্ভীর। ৫৮ টেস্টে তাঁর সংগ্রহ ৪১৫৪ রান। ১৪৭টি ওডিআই ম্যাচে করেছেন ৫২৩৮ রান এবং ৩৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে করেছেন ৯৩২ রান। দেশের হয়ে ওডিআই ক্রিকেটে ১১টি শতরান এবং টেস্ট ক্রিকেটে ৯টি শতরান, ১টি দ্বি-শতরান করেছেন গৌতম গম্ভীর।
আইপিএল-এ গৌতম গম্ভীরের পারফরম্যান্স:
আইপিএল কেরিয়ারে ১৫৪ আইপিএল ম্যাচে ৪২১৮ রান করেছেন গৌতম গম্ভীর। আইপিএল-এর তাঁর সর্বোচ্চ রান ৯৩। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করানো অধিনায়ক তিনি। ২০১২ এবং ২০১৪ সালে কেকেআর আইপিএল জেতে গম্ভীরের নেতৃত্বে। গম্ভীরের পর নেতৃত্বে একাধিক পরিবর্তন এলেও কেকেআর-কে কেউ আর আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেননি।
মাঠে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়:
লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ শুরু হওয়ার আগে ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ ম্যাচে মাঠে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টসদের মধ্যে এই ম্যাচ আয়োজিত হবে ১৬ সেপ্টেম্বর ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে খেলবেন ইন্ডিয়া মহারাজাস, ওয়ার্ল্ড জায়ান্টসের নেতৃত্বে থাকবেন ইয়ন মর্গ্যান। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ।