|
ইতিহাসে মনীষা
গতকাল উয়েফা মহিলা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাপোলন লেডিজ এফসির ম্যাচ ছিল লাটভিয়ার প্রথম সারির ক্লাব এসএফকে রিগার বিরুদ্ধে। অ্যাপোলন ম্যাচ জেতে ৩-০ গোলে। এই ম্যাচেই ৬০ মিনিটের মাথায় সাইপ্রাসের মারিলেনা জির্জিউয়ের পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন মনীষা। সেই মুহূর্তেই রচিত হয় নয়া ইতিহাস। এর আগে কোনও ভারতীয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার সুযোগ পাননি। মনীষা ২০২১-২২ মরশুমে এআইএফএফের বিচারে বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছিলেন।
|
প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে
২০ বছরের মনীষা ভারতের চতুর্থ মহিলা ফুটবলার হিসেবে বিদেশের ক্লাবে সই করেছেন। ভারতে মহিলাদের লিগে গোকুলমের হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়েও নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন স্ট্রাইকার মনীষা। গোকুলমের দ্বিতীয় মহিলা ফুটবলার হিসেবে তিনি বিদেশের ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে, গ্রেস ডেঙ্গমেই উজবেকিস্তানের এফসি নাসাফে সই করেছেন। অ্যাপোলনের পরবর্তী ম্যাচ রয়েছে ২১ অগাস্ট এফসি জুরিখ ফ্রয়েনের বিরুদ্ধে।
|
উচ্ছ্বসিত গুরপ্রীত
গতকালের ম্যাচে মনীষা ৬০ মিনিটে মাঠে নামার পর বাকি ৩০ মিনিটে দলের হয়ে চারটি কর্নার কিক মারেন ১২ নম্বর জার্সিধারী মনীষা। তিনি প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তিনি এর আগে নরওয়ের ক্লাবের হয়ে ইউরোপা লিগের যোগ্যতা অর্জন ম্যাচ খেলেছিলেন। যদিও ইউরোপীয় ফুটবলে ইউরোপা লিগ রয়েছে দ্বিতীয় স্থানে। ইউরোপে খেলতে গিয়ে মনীষা যে নজির গড়েছেন তাতে উচ্চকণ্ঠে মনীষার প্রশংসা প্রাপ্য বলে মন্তব্য করেছেন গুরপ্রীত।
|
অ্যাথলেটিক্স ছেড়ে ফুটবলে
মনীষা কল্যাণের জন্ম ২০০১ সালের ২৭ নভেম্বর পাঞ্জাবের হোশিয়ারপুরে। ২০২১-২২ মরশুমে এআইএফএফের বিচারে বর্ষসেরা ফুটবলার হওয়ার আগে ২০২০-২১ মরশুমে বর্ষসেরা ইমার্জিং মহিলা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন। ব্রাজিলের বিরুদ্ধে ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসেবে গোল করার নজিরটিও রয়েছে তাঁরই দখলে। সেই ম্যাচটিতে ভারতকে ৬-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। প্রথমদিকে অ্যাথলেটিক্সের দিকে ঝোঁক ছিল মনীষার। স্কুলের পিটি টিচারের পরামর্শে ১৩ বছর বয়স থেকে শুরু করেন ফুটবল খেলা।
নজরকাড়া উত্থান
ইন্ডিয়ান উইমেন্স লিগ (Indian Women's League)-এ গোকুলামের হয়ে ২০১৯-২০ মরশুমে দারুণ ফুটবল খেলার সুবাদে মনীষা জাতীয় দলের শিবিরে ডাক পান ২০১৯ সালে। তাঁর নেতৃত্বে গোকুলাম ইন্ডিয়ান উইমেন্স লিগ খেতাব জেতে, টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারও পেয়েছিলেন মনীষা। ব্রিকস কাপে ভারতের মেয়েদের অনূর্ধ্ব ১৭ দলকে নেতৃত্বও দেন মনীষা। বিবিকে ডিএভি ফুটবল ক্লাব, পালডি ফুটবল আকাদেমি, কেঁকড়ে এফসি, শেঠু মাদুরাই অ্যান্ড দোয়াবা স্পোর্টিং ক্লাবের হয়েও খেলেছেন। ইন্ডিয়ান উইমেন্স লিগে ২০২২ সালে মনীষা ১৪টি গোল করেন, সাতটি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে। অ্যাপোলন লেডিজ এফসির হয়ে একটি ফ্রেন্ডলি ম্যাচে ওমোনিয়া এফসির বিরুদ্ধে একটি গোলও করেছেন মনীষা, সেই ম্যাচে তাঁদের দল জেতে ৪-০ গোলে।