একদিকে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অন্যদিকে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত। দুয়ের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার শহরের আকাশ দিনভর মেঘলা থাকবে। জেলায় বাড়বে বর্ষণ। ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
নিম্নচাপ ঘূর্ণাবর্তের জোড়া ফলা
ধীরে ধীরে কী বর্ষণের ঘাটতি থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গ। পর পর ২ দফায় নিম্নচাপের জেরে বর্ষণে ভিজেছে জেলা, শহর। আবার এক নিম্নচাপ এসে হাজির। তার সঙ্গে মায়ানমার থেকে আসছে ঘূর্ণাবর্ত। দুয়ের প্রভাবে আগামী ২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণের দাপট বাড়বে। শুক্রবার থেকেই আকাশে মেঘের ঘনঘটা বেড়েছে। শনিবার থেকে বর্ষার দাপট আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে বাড়বে ঝোড়ো হাওয়া শুক্রবার থেকে শহরে এবং উপকূলবর্তী জেলা গুলিতে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
বিস্তারিত আসছে.....