মুষলধারায় বৃষ্টিতে কমবে তাপমাত্রা, মিলবে গরম থেকে রেহাই! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস

এদিনও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সকাল থেকে তাপমাত্রা বেশির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস, ১৮ ও ১৯ অগাস্ট উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South bengal) জেলাগুলিতে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।
তবে সেখানেই কয়েকটি জেলা ভারী বৃষ্টি থেকে বঞ্চিত থাকতে পারে।

কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন দুপুরে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ১৮ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার
কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে তাপমাত্রার পরিবর্তন না হলেও তারপরের ২-৩ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বাদ দিয়ে বাকি সব জেলার
কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও, পরের ২-৩ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।

মৎস্যজীবীদের প্রতি সতর্কতা জারি

১৯ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনায় মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে তাঁরা যেন ১৯ ও ২০ অগাস্ট সমুদ্রে মাছ ধরতে না যান। যাঁরা গিয়্ছেন, তাঁরা যেন ১৮ অগাস্টের মধ্যে ফেরত আসেন।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)


আসানসোল ২৫.২
বহরমপুর ২৬.২
বাঁকুড়া ২৫.৯
বর্ধমান ২৫
কোচবিহার ২৭.১
দার্জিলিং ১৭.৪
দিঘা ২৭
কলকাতা ২৮.৩
দমদম ২৮.৫
কৃষ্ণনগর
মালদহ ২৮.৪
মেদিনীপুর ২৭.৬
শিলিগুড়ি ২৯
শ্রীনিকেতন ২৬.২

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.৪)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৩.৪)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৬.৯)
দার্জিলিং (২৩.৪)
দিঘা (৩৪.৬)
কলকাতা (৩৪.৮)
দমদম (৩৫.১)
কৃষ্ণনগর (৩৪.২)
মালদহ (৩৫.১)
মেদিনীপুর (৩৪.৫)
শিলিগুড়ি (৩৬)
শ্রীনিকেতন (৩৪.৯)

বৃষ্টির আকাল, রুষ্ট মৌসুমী বায়ু, বর্ষা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট আবহাওয়া দফতরেরবৃষ্টির আকাল, রুষ্ট মৌসুমী বায়ু, বর্ষা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট আবহাওয়া দফতরের

More WEATHER News  

Read more about:
English summary
Weather office says, heavy rain likely to be happen in North and South Bengal between 18 to 20 August
Story first published: Wednesday, August 17, 2022, 15:40 [IST]