দেশজুড়ে যখন করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা গতি হারাচ্ছে বলে মনে হচ্ছিল, সেই সময় রাজধানী দিল্লিতে আচমকাই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ দিল্লিতে দৈনিক করোনার পজিটিভিটি রেট ১৯.২০ শতাংশ পৌঁছে গিয়েছে।
মঙ্গলবার একদিনে দিল্লিতে করোনা আক্রান্ত ৯১৭ জন> সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৮৬ হাজার ৭৩৯ জন। যার মধ্যে ২৬ হাজার ৩৯২ জন ইতিমধ্যে মারা গিয়েছেন। সোমবার দিল্লিতে দৈনিক করোনা আক্রান্ত হয়েছেন ১২২৭ জন। মারা যান ৮ জন। এদিন আক্রান্তের সংখ্যা কমলেও পজিটিভিটি রেট অনেকটা বেড়ে গিয়েছে।
এই মুহূর্তে সবচেয়ে চিন্তার হল পজিটিভিটি রেট বৃদ্ধি পাওয়া এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকা। দিল্লিতে গত বৃহস্পতিবার একদিনে করোনা আক্রান্ত হন ২৭২৬ জন। যা গত সাড়ে ছয় মাসে সর্বাধিক ছিল।
দিল্লির পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা জানিয়েছেন এখনই বিপদ কেটে যায়নি। ফলে করোনা প্রোটোকল মেনে চলার জন্য জনসাধারণের কাছে তিনি আবেদন জানিয়েছেন। অন্যদিকে দিল্লি সরকারের তরফে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফের একবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।