পদ ছাড়লেন আজাদ
কাশ্মীরের িনর্বাচনী কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন বর্ষিয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। গতকালই তাঁকে এই পদে বসানো হয়েছিল। তার ঘণ্টা দুয়েকের মধ্যেই তিিন এই পদ থেকে সরে দাঁড়ান। সূ্ত্রের খবর দলের একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। জানা গিয়েছে তাঁর ঘনিষ্ঠ সহযোগীকে কাশ্মীর কংগ্রেসের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার পরেই তিনি পদত্যাগ করেন িনর্বাচনী প্রচার কমিটি থেকে। এতে বড় ধাক্কা এসেছে কংগ্রেসে তাতে কোনো সন্দেহ নেই।
কেন পদত্যাগ
কংগ্রেসের অন্দরে বিদ্রোহ অনেকদিন ধরেই দানা বেঁেধছে। কপিল সিবাল প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সমাজবাদী পার্টির সমর্থন নিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি। তারপরেই আবার গুলাম নবি আজাদের এই বিদ্রোহ আরো অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেসের অন্দরে। সামনেই কাশ্মীরে িনর্বাচন করানোর চেষ্টা করছে বিজেপি। তার আগে কংগ্রেসের এই পদত্যাগ ঘিরে নতুন করে জল্পনা বাড়িয়েছে।
কংগ্রেসে ধাক্কা
আদাজের এই পদত্যাগ কংগ্রেসের অন্দরে যে বড় ধাক্কা হয়ে েনমে এসেছে তাতে কোনও সন্দেহ নেই। সূত্রের খবর গত মাসেই কাশ্মীরের কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে দাঁড়ান আজাদের ঘনিষ্ঠ সহযোগী গুলাম আহমেদ মীর। তিনি পদত্যাগ করতেই অসন্তোষ প্রকাশ করেছিলেন আদাজ। তাঁর সঙ্গে এই িনয়ে কোন আলোচনায় না গিয়ে মীরের পদত্যাগ পত্র গ্রহন করে হাইকমান্ড। তারপর থেকেই আদাজ শিবিরের অসন্তোষ বাড়ছিল।
কী করবেন সোনিয়া
সামনেই লোকসভা ভোট। তার আগে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। দফায় দফায় বেশ কয়েকটি রাজ্যের বিধানসভায় বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। তারপরেই রাজস্থানের উদয়পুরে চিন্তন শিবিরের আয়োজন করেছিল কংগ্রেস। তারপরেই কংগ্রেসের দায়িত্ব িনয়ে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা েনয় কংগ্রেস। এরই মধ্যে কংগ্রেস নেত্রীকে একাধিকবার ইডি জেরা নিয়ে বেশ চাপ বেড়েছে। তার মধ্যে আবার দলের অন্দরে বিদ্রোহ মাথাচারা দিচ্ছে।