লোকসভা ভোটের আগে পড় পদক্ষেপ মোদী-শাহের বড় সিদ্ধান্ত। বিজেপির পার্লামেন্টারি কমিটি থেকে বাদ পড়লেন নীতীন গড়করি এবং শিবরাজ সিং চৌহ্বান। তাঁর জায়গায় এসেছেন বিএস ইয়েদুরাপ্পা এবং সর্বানন্দ সোনোয়াল। হঠাৎ করে এই দুই হেভিওয়েড নেতার উপর কেন কোপ পড়ল তা নিেয় জল্পনা শুরু হয়েছে।