চাঙ্গা শেয়ার বাজার। বুধবার বাজার খুলতেই গ্রিন সূচকে পৌঁছে গিয়েছে সেনসেক্স। এক ধাক্কায় একেবারে চড়চড় করে চড়েছে শেয়ারবাজার। এক ধাক্কায় ৩০০ পয়েন্ট বেড়ে গিয়েছে সেনসেক্স। অন্য দিকে িনফটি উর্ধ্বমুখী। ১৮,৯০০ মার্কের উপরে পৌঁছে গিয়েছে নিফটি।
বিস্তারিত আসছে...