উপদেষ্টা কমিটিতে থেকে কীভাবে ‘রেকমেন্ডেশন’, প্রশ্ন সিবিআইয়ের! তদন্তে আরও প্রভাবশালীর নাম

এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে অনেক প্রভাবশালী জড়িত! আদালতে এমনই অভিযোগ করল সিবিআই। অন্যদিকে ফের একবার এসপি সিনহা ও অশোক সাহাকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলাতে গত কয়েকদিন আগেই এসপি সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই। দফায় দফায় জেরা করে গত কয়েকদিনে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা।

দুর্নীতিতে অন্যতম বড় ষড়যন্ত্রী

তদন্তকারীরা মনে করছেন বড়সড় এই নিয়োগ দুর্নীতিতে অন্যতম বড় ষড়যন্ত্রী এসপি সিনহা ও অশোক সাহা। ফলে নতুন করে হেফাজতে নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করবেন আধিকারিকরা। এমনটাই মনে করা হচ্ছে। তবে আজ বুধবার নির্দিষ্ট কিছু তথ্য আদালতকে জানায় সিবিআই। আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতি তদন্তে গত সাতদিনের জেরায় বেশ কিছু নতুন তথ্য মিলেছে। শুধু তাই নয়, এই কেলেঙ্কারিতে একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে বলেও দাবি সিবিআইয়ের আইনজীবীর।

কীভাবে চাকরির সুপারিশ করতেন?

অন্যদিকে তদন্তে আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে বলেও দাবি সিবিআইয়ের। আইনজীবী মারফৎ তাঁরা জানায়, শান্তিপ্রসাদ সিনহা বিভিন্ন সময়ে চাকরির জন্যে সুপারিশ করতেন। তাঁর স্বাক্ষর করা লেটার প্যাডে এই সুপারিশ তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে শান্তিপ্রসাদ সিনহা করতেন বলেও দাবি সিবিআইয়ের। কিন্তু উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কীভাবে চাকরির সুপারিশ করতেম? কোন এক্তিয়ারেই বা তা করা হত? শুনানিতে এদিন জোরাল সওয়াল করেন সিবিআই। এক্ষেত্রে আর জেরা করার প্রয়োজন রয়েছে বলেও আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী।

দুই অভিযুক্তকে সিবিআই হেফাজতের নির্দেশ

তবে এদিন পালটা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহার তরফে জামিনের আবেদন জানানো হয়। সওয়ালে শান্তি প্রসাদ সিনহার আইনজীবী জানান, ওঁরা শিক্ষাবিদ। ওঁদের যোগ্যতা দেখেই উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। এছাড়াও তদন্তে সবরকম সহযোগিতা করা হচ্ছে বলেও জানান আইনজীবী। যদিও সিবিআইয়ের আইনজীবীরা জানান, তদন্তে কোনও সহযোগিতা করছেন না এসপি সিনহা এবং অশোক সাহা। তাদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার বলেও দাবি সিবাইয়ের। দীর্ঘ শুনানি শেষে আদালত আগামী ২২ অগাস্ট পর্যন্ত ফের দুই অভিযুক্তকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।

পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা

অর্পিতা মুখোপাধ্যায়ের পর পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করলেন ইডি আধিকারিকরা। মঙ্গলবার আলিপুর সেন্ট্রাল জেলের মহিলা সেলে গিয়ে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করা হয়। বয়ান রেকর্ড করা হয়। বুধবার প্রেসেডিন্সি জেলের পয়লা বাইশ ব্লকের ২ নম্বর সেলে গিয়ে রাজ্যের হেভিওয়েট প্রাক্তন মন্ত্রীকে জেরা করল ইডি। নিয়োগ সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে তৃণমূল প্রাক্তন মহাসচিবকে জেরা করে সিবিআই

More CBI News  

Read more about:
English summary
bengal job scam: former SSC chairman, ex-adviser cbi custody extended till 22 August
Story first published: Wednesday, August 17, 2022, 17:59 [IST]