|
হিন্দু শরণার্থীদের নয়, রোহিঙ্গাদের কেন
ভিএইচপির কার্যকরী সভাপতি অলোক কুমার বলেছেন, পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীরা যেখানে গিল্লির মজনু-কা-টিলায় অমানবিক অবস্থার মধ্যে রয়েছেন, সেখানে রোহিঙ্গাদের জন্য বাড়ি তৈরির পদক্ষেপকে তারা কিছুতেই সমর্থন করতে পারছেন না।
ভারত থেকে ফেরত পাঠানো হোক
ভিএইচপির তরফে ভারত সরকারের কাছে রোহিঙ্গাদের নিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্ঘাদের বাসস্থান তৈরির পরিবর্তে তাদের ভারত থেকে ফেরত পাঠানোর দাবি তুলেছেন ওই ভিএইচপি নেতা।
রোহিঙ্গাদের জন্য আবাসন, বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী
এদিন কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছিলেন, রোহিঙ্গাদের দিল্লির বাইরে বকরওয়ালায় অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত করা হবে। সেখানে মৌলিক সুযোহ সুবিধা এবং পুলিশি সুরক্ষা থাকবে।
তিনি জানিয়েছিলেন টিকরি সীমান্তের কাছে বকরওয়ালায় নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের তরফে ইডব্লুএস ফ্ল্যাট তৈরি করা হচ্ছে।
|
সমালোচনাকারীরা হতাশ হবেন
কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে বলেছেন, যাঁরা দেশে আশ্রয় নিয়েছে, ভারত সবসময় তাঁদের স্বাগত জানিয়েছে। সেই পরম্পরা বজায় রেখেই দিল্লির বকরওয়ালা এলাকায় ইডব্লুএস ফ্ল্যাটে দিল্লিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্থানান্তরিত করা হবে।
যাঁরা দেশের শরণার্থী নীতির সমালোচনা করেছিলেন, তাঁদের নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এই ধরনের লোকের কেন্দ্রের সিদ্ধান্তে হতাশ হবেন।
তিনি বলেছেন, অনেকেই ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের বিষয়টিকে সিএএ-র সঙ্গে যুক্ত করেছিলেন। কিন্তু ভারত রাষ্ট্রসংঘের শরণার্থী কনভেনশন ১৯৫১-কে সম্মান করে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে আশ্রয় দেয়।