খেলা হবে দিবস
একুশের িনর্বাচনে বিপুল জয়ের পর রাজ্যজুড়ে খেলা হবে দিবস ঘোষণা করেছিেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ অগাস্ট খেলা হবে দিবস উদযাপন করা হয়। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বেহালায় খেলা হবে দিবসে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে নামার ডাক দিেয়ছেন টিএমসি সুপ্রিমো। বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিজের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন মমতা। নেত্রীর িনর্দেশ মতই রাজ্য জুড়ে পথে নেমে বিক্ষোভ শুরু হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
দিলীপের কটাক্ষ
খেলা হবে দিবস নিয়ে টিএমসিকে তীব্র িনশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিিন বলেছেন, 'খেলা তো শুরু হয়ে গিয়েছে। আমরাও দেখব কী খেলা হয়। দুটো গোল খেয়েছে। তিন নম্বর হলেই চিত' মঙ্গলবার সকালে তিিন বলেছেন, 'ফার্স্ট স্ট্রোকে পার্থ, সেকেন্ড স্ট্রোকে কেষ্ট, থার্ড স্ট্রোকে তৃণমূল কোমায় যাবে।'
মমতা সরকারের পতনের যে শুরু হয়ে গিয়েছে তা তিনি ইঙ্গিত দিয়েছেন।
নিশানা সুকান্তের
খেলা হবে দিবস নিয়ে এবার তীব্র নিশানা করেছেন সুকান্ত ভট্টাচার্যও। বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেছেন, 'খেলা শুরু হয়ে গিয়েছে। পুলিশকে সামনে থেকে সরিয়ে খেলতে নামুক বিজেপি ঠিক খেলে দেবে।' প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোেটর আগে অনুব্রত মণ্ডলের হাত ধরে খেলা হবে স্লোগান জনপ্রিয় হয়েছিল রাজ্যে। রাজ্যের সীমা ছাড়িয়ে গোটা দেশে একাধিক ভোট মুখী রাজ্যে শোনা গিয়েছে খেলা হবে স্লোগান। বিহার থেকে উত্তর প্রদেশ হয়ে তামিলনাড়ু, গোয় সর্বত্র খেলা হবে স্লোগান শোনা গিয়েছে বিরোধীদের মুখে।
অনুব্রতর পর কে
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে হেফাজতে িনয়ে জেরা করছে সিবিআই। ইতিমধ্যেই তাঁর নামে চার্জশিট তৈরি করে ফেলেছে সিবিআই। তাতে গরুপাচার কাণ্ডে সরাসরি অনুব্রত মণ্ডলের যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অুনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। তাঁর দেহরক্ষীর সঙ্গে যৌথ ভাবে একাধিক সম্পত্তিতে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। তাঁকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে সিবিআই। তবে বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা মুখ খুলতে নারাজ।