বিসিসিআই-এর প্রাক্তন কার্য নির্বাহী সচিব ছাড়াও একাধিক পরিচয় ছিল অমিতাভ চৌধুরির:
ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দীর্ঘ সময় পালন করার পাশাপাশি তিনি পেশা জীবনে ছিলেন এক জন আইপিএস। অবসর গ্রহণের আগে ঝাড়খন্ড পুলিশের আইজিপি-পদে ছিলেন অমিতাভ। প্রাক্তন পুলিশ কর্তা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শোক প্রকাশ:
অমিতাভ চৌধুরির প্রয়াণে শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, "জেপিএসসি'র প্রাক্তন চেয়ারম্যান শ্রী অমিতাভ চৌধুরির আকস্মিক অত্যন্ত খারাপ লাগছে। প্রাক্তন আইপিএস অফিসার অমিতাভ জি রাজ্যে ক্রিকেটের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।"
ঝাড়খণ্ড ক্রিকেটের উন্নতিতে অমিতাভের ভূমিকা:
আইআইটি খড়গপুরের ছাত্র অমিতাভ চৌধুরি নতুন শতাব্দীর শুরুর দিকে জগমোহন ডালমিয়ার আমলে ঝাড়খন্ডকে ফাস্ট ক্লাস স্ট্যাটাস এনে দেওয়ার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঝাড়খন্ড সরকারী ভাবে ফাস্ট ক্লাস স্টেটাস পাওয়ার পর মহেন্দ্র সিং ধোনি বিহার থেকে সরে এসে নিজের রাজ্য ঝাড়খণ্ডের হয়ে খেলা শুরু করেন এবং কেরিয়ারের শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের হয়েই খেলেন। রাঁচিতে অন্যতম ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার পিছনেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে অমিতাভ চৌধুরির। রাঁচিতে আইপিএল-এর ম্যাচ এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আসার নেপথ্যে প্রধান কারিগর হিসেবে গণ্য করা হয় তাঁকেই।
ভারতীয় ক্রিকেটের কার্যনির্বাহী সচিব:
অমিতাভ চৌধুরি যেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী সচিব ছিলেন সেই সময়টিকে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল বিসিসিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে বোর্ডের দায়িত্বে সেই সময় ছিল কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটার্স (সিওএ)।