বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে সিয়াচেন (Siachen) থেকে নিখোঁজ হয়েছিলেন ১৯৮৪ সালে। ৩৮ বছর পরে উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদোয়ানির সেনা জওয়ান চন্দ্রশেখর হারবলের (Chandrashekhar Harbol ) দেহ উদ্ধার করা হয়েছে। ল্যান্স নায়েক চন্দ্রশেখর হারবলের স্ত্রী শান্তি দেবী (৬৩) জানিয়েছেন, সেনাবাহিনীর ১৯ কুমায়ুন রেজিমেন্টের কর্মকর্তারা রবিবার তাঁকে এব্যাপারে জানিয়েছেন।
বাদ নেহরু, ছবি 'বিপ্লবী' সাভারকরের! স্বাধীনতা দিবসে কর্নাটক সরকারের বিজ্ঞাপনে বিতর্ক