২১টি জেলার মহিলা সংগঠনে নয়া সভাপতি
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার দলের প্রধান শাখা, মহিলা শাখা ও শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি পদে রদবদল করা হয়। এই সমস্ত পদেই আসে নতুন মুখ। তিন জেলার পাশাপাশি দার্জিলিং, কোচবিহার, দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ-সহ ২১টি জেলার মহিলা সংগঠনের সভাপতির নাম এদিন ঘোষণা করা হয়। কলকাতা জেলা মহিলা সভাপতির নামও এদিন ঘোষণা করা হয়েছে।
স্বচ্ছতা ও তারুণ্যের উপর জোর রদবদলে
রবিবার তৃণমূলের তিন জেলার বিভিন্ন শাখায় রদবদলের পর এদিন মহিলা শাখার জেলা নেতৃত্বে রদবদল করা হয়েছে। মহিলা, শ্রমিক সংগঠনে একাধিক নতুন মুখ এনেছে রাজ্য। পাশাপাশি স্বচ্ছতা ও তারুণ্যের উপর জোর দিয়ে নতুন পদাধিকারী আনা হয়েছে বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
রাজ্য ও জেলা নেতৃত্বে একপ্রস্থ বদলের পর
বেশ কিছুদিন ধরেই তৃণমূলের শাখা সংগঠনের রদবলের জল্পনা চলছিল। সেই জল্পনা সত্যি করে রদবদল হল অবশেষে। দলের তরফে ২১টি জেলায় প্রধান শাখা, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরই রাজ্য ও জেলা নেতৃত্বে একপ্রস্থ বদল আনা হয়।
তৃণমূলের বিভিন্ন শাখার জেলা সংগঠনে বদল
বর্তমানে রাজ্যের মহিলা সংগঠনের দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, যুব সংগঠনের দায়িত্বে রয়েছেন সায়নী ঘোষ, শ্রমিক সংগঠনের দায়িত্বে রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছাত্র সংগঠনের দায়িত্বে রয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। কৃষক ও খেতমজুর সংগঠনের দায়িত্বে এখন পূর্ণেন্দু বসু। রাজ্য সংগঠনে কোনও বদল হয়নি এবার। শুধু জেলা সংগঠনে বদল করা হয়েছে।
নির্বাচনকে মাথায় রেখেই সংগঠন সাজাচ্ছে তৃণমূল
সামনেই পঞ্চায়েত নির্বাচন। এ বছর ঘুরলেই পঞ্চায়েত ভোটের দামামা বেজে যাবে। তারপর ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন থেকে সমস্ত সংগঠনকে সাজিয়ে রাখতে চাইছে তৃণমূল। পর পর দুই বড় নির্বাচনকে মাথায় রেখেই সংগঠন সাজানো হচ্ছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জেলা সভাপতি ও চেয়ারম্যান বদল করা হয়েছে। সেই বদলের সঙ্গে সাযুজ্য রেখেই এবার রদবদল করা হয়েছে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনে।