ভারতের কম্বিশন নিয়ে জল্পনা
দীনেশ কার্তিক আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জেরে কামব্যাক করেছেন জাতীয় দলে। তাঁকে ফিনিশার হিসেবেই ভাবছে টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থ কখনও ওপেন করেছেন, কখনও নেমেছেন চারে। সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারাও রয়েছেন। ফলে ভারত দুজন বিশেষজ্ঞ উইকেটকিপার নিয়ে নামবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। কার্তিক না থাকলেও ফিনিশারের ভূমিকা পালন করার মতো ক্রিকেটার ভারতীয় দলে রয়েছেন। আবার যদি না-ই খেলানো হয় তাহলে কার্তিককে বয়ে বেড়ানোর বিষয়েও অনেকে যুক্তি খুঁজে পাচ্ছেন না। কিন্তু ভারতীয় দলের হয়েও ফিনিশারের ভূমিকা কার্তিক ভালোই পালন করেছেন। ফলে কম্বিনেশন চূড়ান্ত করা বড় চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের কাছে।
কামব্যাকের পর কার্তিক
দীনেশ কার্তিক টি ২০ দলে কামব্যাকের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে রান করেন যথাক্রমে ২ বলে অপরাজিত ১, ২১ বলে অপরাজিত ৩০, ৮ বলে ৬, ২৭ বলে ৫৫। আয়ারল্যান্ডে কার্তিকের রান যথাক্রমে ৪ বলে অপরাজিত ৫ এবং ১ বলে শূন্য। ইংল্যান্ডে টি ২০ সিরিজে কার্তিক যথাক্রমে ৭ বলে ১১, ১৭ বলে ১২ ও ৭ বলে ৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর রান যথাক্রমে ১৯ বলে অপরাজিত ৪১, ১৩ বলে ৭, ৯ বলে ৬ ও ৯ বলে ১২।
পন্থের পারফরম্যান্স
ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকা সিরিজে করেন ১৬ বলে ২৯, ৭ বলে ৫, ৮ বলে ৬, ২৩ বলে ১৭ এবং ১ বলে অপরাজিত ১। ইংল্যান্ডে পন্থের রান ছিল যথাক্রমে ১৫ বলে ২৬ ও ৫ বলে ১। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি রান করেন যথাক্রমে ১২ বলে ১৪, ১২ বলে ২৪, ২৬ বলে অপরাজিত ৩৩ ও ৩১ বলে ৪৪।
প্রতিযোগিতার তত্ত্ব খারিজ
এই পরিস্থিতিতে পন্থ ও কার্তিকের মধ্যে প্রথম একাদশের বাইরে কে থাকবেন তা নিয়ে যখন জল্পনা চলছে তখন দুজনের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে পন্থের মতামত জানতে চেয়েছিলেন জি হিন্দুস্তানের সাংবাদিক। ঋষভ পন্থ বলেন, আমরা এই লাইনগুলি (প্রতিযোগিতার বিষয়) নিয়ে একেবারেই ভাবি না। ব্যক্তিগতভাবে সকলেই দেশের হয়ে ১০০ শতাংশ দিতে চাই। বাকিটা কোচ ও অধিনায়কের বিষয়। দলের স্বার্থেই তাঁরা সিদ্ধান্ত নিয়ে থাকেন।