ব্রিটেনের একাধিক অঞ্চলে ক্ষরা পরিস্থিতি, সুইমিং পুলে ৩.৮ কোটি টাকা খরচ করে বিতর্কের মুখে ঋষি সুনক

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বানের এক মাসের কম সময় বাকি। এর মধ্যেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনকের জীবন যাত্রা বিতর্কে উঠে এল। ব্রিটেনে চলতি বছরে ব্যাপক তাপপ্রবাহ দেখা দিয়েছে। একাধিক অঞ্চলে খরা দেখা দিয়েছে। একটি রিপোর্ট অনুসারে, সুনক তার বিলাসবহুল প্রাসাদের ভিতর একটি সুইমিং পুলে ৩.৩৮ কোটি টাকা খরচ করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই ব্রিটেনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সুইমিং পুলের জন্য খরচ ৩.৩৮ কোটি টাকা

উত্তর ইয়ার্কশায়ারের একটি বাড়িতে ঋষি সুনক ও তাঁর পরিবার সপ্তাহের শেষে ছুটি কাটাতে যান। রিপোর্ট অনুসারে সেই বাড়ি কোনও প্রাসাদের থেকে কোনও অংশে কম নয়। সেখানে একটি টেনিশ কোর্ট রয়েছে। একটি জিমও রয়েছে। জানা গিয়েছে, সেই প্রাসাদেই ঋষি সুনক একটি সুইমিং পুল তৈরি করছেন। রিপোর্ট অনুসারে, সেই সুইমিং পুলের জন্য চার লক্ষ পাউন্ড খরচ করছেন। ভারতীয় মূল্যে প্রায় ৩.৩৮ কোটি টাকা। সম্প্রতি একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, সুইমিং পুলের কাজ জোর কদমে চলছে।

বিতর্কের মুখে ঋষি সুনকের জীবনযাত্রা

রিপোর্টের সঙ্গে সঙ্গে ঋষি সুনকের সুইমিং পুলের ছবি প্রকাশ্যে আসার পরেই ব্রিটেন জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। চলতি বছরে ব্রিটেনে ব্যাপক তাপপ্রবাহ দেখতে পাওয়া গিয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। ব্রিটেন জুড়ে তাপপ্রবাহের জেরে প্রায় এক হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। শীতপ্রধান দেশ ব্রিটেনের সাধারণ নাগরিকদের বাড়িতে পাখা ও এসি নেই। যার জেরে কষ্ট আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ব্রিটেনের একাধিক জায়গায় জলের অভাব দেখতে পাওয়া গিয়েছে। ক্ষরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রার্থী সুইমিং পুলের জন্য এত টাকা খরচ করতে পারেন বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও ঋষি সুনকের জীবনযাত্রা বিতর্কের শীর্ষে উঠেছিল। গত মাসে ঋষি সুনকের স্ত্রী অক্ষতা মূর্তি বিতর্কের মুখে পড়েছিলেন। তাঁকে দামি ক্রোকারিজে চা পরিবেশন করতে দেখা গিয়েছিল।

ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রার্থী ঋষি সুনক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর সংসদদের ক্ষোভ দেখা দেয়। মন্ত্রিসভার একের পর এক সদস্য পদত্যাগ করেন। চাপে পড়ে প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছিলেন। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে ঋষি সুনক ও লিজ ট্রাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। চ্যান্সেলর পদে ছিলেন ঋষি সুনক। আচমকা কর বৃদ্ধির জেরে তিনি ব্রিটিশ নাগরিকদের ক্ষোভের মুখে পড়েছিলেন।

More RISHI SUNAK News  

Read more about:
English summary
Rishi Sunak spending 3.8 crore rupees on swimming pool amid drought in UK
Story first published: Monday, August 15, 2022, 13:45 [IST]