SKY ভারতের ABD! সূর্যকুমার যাদবকে কেন চারে নামানো দরকার? স্পষ্ট করলেন পন্টিং

এশিয়া কাপে ভারত ২৮ অগাস্ট পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। টি ২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। এশিয়া কাপ থেকেই টি ২০ বিশ্বকাপের কম্বিনেশন চূড়ান্ত করে ফেলার সম্ভাবনা রয়েছে। লোকেশ রাহুল ও বিরাট কোহলি ফিরলে কে ব্যাটিং অর্ডারে কোথায় নামবেন তা নিয়ে চলছে জল্পনা।

ভারতের ব্যাটিং লাইন-আপ

লোকেশ রাহুল ওপেন করবেন, তিনে বিরাট কোহলি। আপাতত এই রণকৌশলেই ভারত নামবে বলে মনে করা হচ্ছে। সূর্যকুমার যাদবকে দেখা গিয়েছে ওপেন করতে। তবে এশিয়া কাপ বা টি ২০ বিশ্বকাপে তিনি মিডল অর্ডারেই খেলবেন। আইসিসি রিভিউ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং কিন্তু জানিয়ে দিলেন, সূর্যকুমারকে ভারতের উচিত চারে পাঠানো। যদিও টিম ম্যানেজমেন্ট এই পজিশনে ঋষভ পন্থকে খেলানোর পরিকল্পনাও তৈরি রাখছে। তবে সূর্য যে ফর্মে রয়েছেন তাতে আগ্রাসী ব্যাটিং চালাতে তাঁকে চারেও নামানো হতে পারে।

সূর্যকুমারের সঙ্গে ডি ভিলিয়ার্সের তুলনা

রিকি পন্টিং বিশ্লেষণ করতে গিয়ে সূর্যকুমার যাদবের সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের তুলনা টেনেছেন। তিনি বলেন, সূর্য মাঠের চারদিকেই শট খেলতে পারেন। তিনি সেরা সময়ের এবি ডি ভিলিয়ার্সের মতো ৩৬০ ডিগ্রি প্লেয়ার। ল্যাপ শট, লেট কাট, উইকেটকিপারের মাথায় উপর দিয়ে শট মারায় সূর্যর দক্ষতার প্রশংসা করেছেন পন্টিং। তিনি আরও বলেন, সূর্য লেগ সাইডেও ভালো মারতে পারেন। বিশেষ করে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার দিয়ে ফ্লিক শট মারা। ফাস্ট বোলিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও দারুণ দক্ষতায় সামলাতে পারেন।

SKY-এর প্রশংসায় পন্টিং

এই মুহূর্তে আইসিসি টি ২০ ব্যাটারদের ক্রমতালিকায় সূর্য রয়েছেন বাবর আজমের পরেই দ্বিতীয় স্থানে। পন্টিংয়ের কথায়, সূর্য টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলেই শুধু থাকবেন না, প্রথম একাদশেও থাকবেন। তিনি খেললে অস্ট্রেলিয়ার দর্শকরাও একজন খুব খুব ভালো মানের প্লেয়ারকে দেখতে পারবেন। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সে কোচ থাকাকালীন পন্টিং নিজেও খুব কাছ থেকে সূর্যকে দেখেছেন। তিনি বলেন, সূর্য আত্মবিশ্বাসী ক্রিকেটার। সব সময় নিজেকে তৈরি রাখেন এবং কখনও কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে পিছু হঠেন না। আমার মনে হয়, কঠিন পরিস্থিতি জয়ের প্রত্যয় নিয়ে খেলে সূর্যকুমার দেশকে জিতিয়ে আনেন।

সেরা জায়গা চার

ভারতের ব্যাটিং অর্ডারে চারে সূর্যর চেয়ে ভালো কাউকে দেখতে পাচ্ছেন না পন্টিং। তিনি বলেন, বিরাট তিনেই নামুন। সূর্য ওপেন করতে পারেন, না হলে চারে নামুন। সূর্য ওপেন করতে পারেন। তবে নতুন বলের সামনে তাঁকে না ফেলার রণকৌশল থাকলে মাঝের ওভারগুলি বা শেষের দিকে সূর্য কার্যকরী ভূমিকা নিতে পারবেন। বিশেষ করে শেষের দিকে সূর্য ক্রিজে থাকলে সকলেই জানেন তিনি কী করতে পারেন। উল্লেখ্য, টি ২০ আন্তর্জাতিকে সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেট ২৫৮.৮২। ৩৪ বলে পেয়েছেন ৮৮ রান, ১৫টি বাউন্ডারি-সহ। পন্টিং তাই বলেন, আমিও চাই না সূর্যকে ওপেন করতে পাঠানো হোক। তাঁর জন্য সেরা জায়গা হলো চার নম্বর।

More ASIA CUP News  

Read more about:
English summary
Ricky Ponting Suggested That Suryakumar Yadav Should Bat At Number 4 In The Indian Line-Up. According To Ponting, Surya Scores 360 Degrees Around The Ground, A Bit Like AB de Villiers.
Story first published: Monday, August 15, 2022, 23:19 [IST]