‘স্বাধীনতার অর্থ এরকম হওয়া উচিত’, ভারত বন্দনায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ফের একবার ভারতের স্তুতি গাইলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য তিনি ভারতের বিদেশনীতির প্রশংসা করলেন। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিও শেয়ার করেন তিনি। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য পশ্চিমি দেশগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতকে। একটি জনসভায় তিনি পশ্চিমি দেশগুলোর সমালোচনা করেন।

কী বলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী

লাহোরের একটি বিশাল জনসভায় বক্তব্য রাখেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি জয়শঙ্করের বক্তব্যের একটি ভিডিও দেখান। রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিনি চাপ প্রতিহত করতে হয়েছে ভারতকে। এই বিষয়টি উল্লেখ করে তিনি ভারতের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু নয়াদিল্লি দেশের সাধারণ মানুষের স্বার্থে বিদেশনীতি তৈরি করে। দৃঢ় অবস্থান নিতে পারে। এরপরেই তিনি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নাম না করে সমালোচনা করেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের স্বার্থে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কোনও দৃঢ় অবস্থান নিতে পারে না।

প্রকৃত স্বাধীন দেশের উদারহণ ভারত

ইমরান খান বলেন, 'আমেরিকা ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল না কেনার জন্য নির্দেশ দিয়েছিল। ভারত কিন্তু আমেরিকার মিত্র শক্তি। পাকিস্তানের নয়। কিন্তু যখন ভারতকে রাশিয়ার থেকে তেল না কেনার জন্য আমেরিকা নির্দেশ দিয়েছিল, দেখা যাক পাল্টা উত্তরে ভারত কী বলেছিল।' এরপরেই তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিও ফুটেজ দেখান। তারপর ভারতের প্রশংসা করে তিনি বলেন, জয়শঙ্কর তাদের (আমেরিকাকে) বলছেন, 'আপনারা কে?' জয়শঙ্কর পাল্টা জবাবে বলছেন, 'ইউরোপের দেশগুলো রাশিয়ার থেকে প্রাকৃতিক গ্যাস কিনছে। দেশের মানুষের প্রয়োজনে আমরা রাশিয়া থেকে তেল কিনব।' ইমরান খান বলেন, 'এটাই একটা স্বাধীন দেশের উদাহরণ।'

পাক সরকারের সমালোচনা

শেহবাজ শরিফের সমালোচনা করে বলেন, আমেরিকার মিত্র শক্তি হওয়ার পরেও নয়াদিল্লি মার্কিন চাপে মাথা নত করেনি। কিন্তু পাকিস্তান মাথা নত করেছে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য মার্কিন চাপে পড়তে হয় পাকিস্তানকেও। ভয়ে পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে। তিনি বলেন, 'আমরা রাশিয়ার থেকে সস্তায় তেল কেনার জন্য পাক সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। মার্কিন চাপে পাক সরকারের নিজের কথা বলার সাহস নেই। জ্বালানির দাম আকাশ ছোঁয়া। মানুষ দারিদ্রসীমার নিচে। আমি এই ধরনের দাসত্বের বিরুদ্ধে।'

কী বলেছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এস জয়শঙ্কের একটি বক্তব্যের ভিডিও ফুটেজ জনসভায় দেখিয়েছিলেন। রাশিয়ার ইউক্রেনের সামরিক অভিযানের বিরোধিতা করে রুশ তেল কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু ভারত তেল কেনা অব্যাহত রেখেছিল। ভারতের বিরুদ্ধে অভিযোগ রুশ তেল কিনে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আর্থিক সাহায্য করছে। তার জবাবে এস জয়শঙ্কর বলেন, 'ইউরোপের দেশগুলো রাশিয়ার থেকে প্রাকৃতিক গ্যাস কেনা অব্যাহত রেখেছে। এটা ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সাহায্য করা নয়?'

৭৫তম স্বাধীনতা দিবসে বাবর আজমকে বিশেষ সম্মানে ভূষিত করল পাকিস্তান ৭৫তম স্বাধীনতা দিবসে বাবর আজমকে বিশেষ সম্মানে ভূষিত করল পাকিস্তান

More IMRAN KHAN News  

Read more about:
English summary
Former Prime Minister of Pakistan praises India in a public meeting for buying oil from Russia
Story first published: Sunday, August 14, 2022, 20:12 [IST]