দিঘার কাছে গভীর নিম্নচাপ! ২ জেলায় অতিভারী আর ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

শনিবারের নিম্নচাপ (Low Pressure) গভীর নিম্নচাপ (Depression) রূপে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর (Bay of Bengal) এবং পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে। এর অবস্থান দিঘা থেকে মাত্র ১০ কিমি দক্ষিণ পূর্বে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী এই গভীর নিম্নচাপের প্রভাব আগামী ২৪ ঘন্টাতেও থাকবে এবং তা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৪ ও ১৫ অগাস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে কৃষিকাজের জন্য এই বৃষ্টি জরুরি। এছাড়া এই নিম্নচাপের সব থেকে বেশি প্রভাব পড়ছে ওড়িশায়।

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ অগাস্ট ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। তবে কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। আর ১৫ অগাস্ট বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

দমকা হাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এদিন ঘন্টায় ৪০ থখেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
১৫ অগাস্ট ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের প্রতি লাল সতর্কতা জারি করে বলা হয়েছে, তাঁরা যেন ১৪ ও ১৫ অগাস্ট সমুদ্রে মাছ ধরতে না যান।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন দুপুরে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ এদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে
মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)


ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৯)
বহরমপুর (৩৪.৪)
বাঁকুড়া (৩৩)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩৭.৯)
দার্জিলিং (২৫.২)
দিঘা (৩১.৩)
কলকাতা (৩৪)
দমদম (৩৩.৬)
কৃষ্ণনগর (৩২.২)
মালদহ (৩৪.৮)
মেদিনীপুর (৩২.৪)
শিলিগুড়ি (৩৫.৩)
শ্রীনিকেতন (৩২.৪ )

More WEATHER News  

Read more about:
English summary
Enhanced rainfall activity over the districts of South Bengal during 14th - 15th August, 2022.
Story first published: Sunday, August 14, 2022, 15:36 [IST]