কীসের টানে বার বার বিদেশি শক্তির হানা
মধ্যযুগে ভারত প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ ছিল। এখানে যেমন তুলা উৎপাদিত হতো, তেমনি পাওয়া যেত উচ্চমানের রেশম। এছাড়াও দারুচিনি, এলাচ, লবঙ্গ, মরিচের মতো ভারতীয় মশলার ইউরোপের বিভিন্ন দেশে সেই সময় বেশ চাহিদা ছিল। কুইলন (কোল্লাম)-এ পর্তুগীজ বাণিজ্য কেন্দ্র স্থাপনের সঙ্গে সঙ্গে ভারতে উপনিবেশের ইতিহাস শুরু হয়।
ভারতে প্রথম উপনিবেশ স্থাপন পর্তুগীজদের
ভাস্কো-দা-গামার ভারতীয় উপমহাদেশের সমুদ্রপথ আবিষ্কারের ছয় বছর পর পর্তুগীজ হামলার মুখে পড়তে হয় ভারতকে। ১৪৯৮ সালে ভাস্কো-দা-গামা প্রথমে ভারতের বন্দরে পা রাখেন। ১৫০৫ থেকে ১৯৬১ সালের মধ্যে পর্তুগীজদের ভারতে শাসনকাল ছিল। সম্পূর্ণ ভারত পর্তুগীজরা অধিকার করেনি বা অধিকার করার চেষ্টা করেনি। তাই পর্তুগীজদের শাসনের সময়েই ভারত একাধিকবার বিদেশি হামলার মুখে পড়েছে। একাধিক দেশ উপনিবেশ স্থাপন করেছে। এমনকী ব্রিটিশ শাসকরা কখনও পর্তুগীজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেনি। তবে ভারতে বিচ্ছিন্নভাবে পর্তুগীজরা নিজেদের উপনিবেশ স্থাপন করেছিল। তার রাজধানী ছিল গোয়া। এছাড়াও মহারাষ্ট্র ও গুজরাতের খানিকটা অংশ পর্তুগীজদের দখলে ছিল। গুজরাতের কাথিয়াওয়ার উপদ্বীপের দক্ষিণ উপকূল পর্তুগীজরা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল।
দক্ষিণ ভারতে বাণিজ্যে জোর দিয়েছিলেন ডাচরা
মূলত নেদারল্যান্ডের বাসিন্দদের ডাচ বলা হতো। তবে ডাচরা কখনই ভারতে শাসন করেনি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা ভারতে প্রসারের চেষ্টা করেছিল। পাশাপাশি সংস্থার কর্মীরা ভারতের বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছিল। তবে ভারতকে শাসন করা বা ভারতের ভৌগলিক অধিকার নিজেদের দখলে রাখার কোনও চেষ্টা ডাচরা করেনি। কোচিন, মাসুলিপত্তম,নাগাপটাম, পন্ডীচেরিতে বাণিজ্যিকভাবে সক্রিয় ছিল ডাচরা। তবে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরির নিয়ন্ত্রণ ডাচরা পাঁচ বছরের জন্য পেয়েছিল।
ভারতে ফরাসি শাসন
ভারতে পাঁচটি অঞ্চলে ফরাসিরা পৃথকভাবে শাসন করে। পূর্বে ফরাসিদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারখানা ছিল। ১৯৫০ ও ১৯৫৫ সালে ওই কারখানার নিয়ন্ত্রণ স্বাধীন ভারতের সরকার গ্রহণ করে। ১৬৭৩ সালে ফরাসিরা প্রথম ভারতে আসে। সেই সময় বাংলার মুঘল সাম্রাজ্যের আধিকারিক চন্দননগরকে ফরাসিদের কাছে বিক্রি করে। এরপর বিজাপুরের সুলতান ফরাসিদের কাছে পন্ডিচেরি বিক্রি করেন। দুটো এলাকা ভারতের নতুন বাণিজ্যি কেন্দ্র হিসেবে পরিচিতি পেতে থাকে। এছা়াও দক্ষিণ ভারতের পুদুচেরি, কারাইকাল, মাহে ও ইয়েনামে ফরাসিদের সাম্রাজ্য ছিল।
দক্ষিণ ভারতে উপনিবেশ স্থাপন ড্যানিশদের
যে সময় ডেনমার্ক আলাদা দেশ হিসেবে গড়ে ওঠেনি, সেই সময় ড্যানিশরা ভারতে শাসন চালিয়েছে। ভারতের বাণিজ্য নগরী হিসেবে যখন পন্ডীচেরি সমাদৃত হতে শুরু করেছে, সেই সময় ক্রমেই প্রচারের আলোতে আসতে শুরু করে দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরের তীরে শহর থারাঙ্গাম্বাদি। নেপোলিয়ানের যুদ্ধের সময় ব্রিটিশরা একটি ড্যানিশ বাণিজ্যিক জাহাজ আক্রমণ করে। ভারতে ড্যানিশদের সমস্ত ব্যবসা নষ্ট করে দেয় ব্রিটিশরা। ড্যানিশদের উপনিবেশ নিজেদের দখলে করে।
শাসনের অধরা স্বপ্ন সুইডেনের
সেভাবে সুইডেন কোনও উপনিবেশ স্থাপন করেনি। সুইডেন ভারতে মূলত বাণিজ্য করতে এসেছিল। তারা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কাছে একটি প্ল্যান্ট নির্মাণ করেছিল। কিন্তু ফরাসি ও ব্রিটিশরা তা ভেঙে দেয়।
নিকোবর দ্বীপপুঞ্জে উপনিবেশ স্থাপন অস্ট্রিয়ার
অস্ট্রিয়ার হ্যাবসবার্গ রাজতন্ত্র ও পরবর্তী সময়ে অস্ট্রিয়ার শাসকরা নিকোবর দ্বীপপুঞ্জে নিজেদের উপনিবেশ স্থাপন করতে সচেষ্ট হয়। তিনবার নিকোবর দ্বীপপুঞ্জে অস্ট্রিয়ার শাসকরা উপনিবেশ স্থাপন করে। প্রথম ১৯৭৮ সালে উপনিবেশ স্থাপন করে। দ্বিতীয়বারের প্রচেষ্টা ব্রিটিশদের কারণে ভেস্তে যায়। তৃতীয়বার ১৯৮৬ সালে চেষ্টা করে। এর আগে ১৯৭৫ সালে ড্যানিশরা নিকোবর দ্বীপপুঞ্জে নিজেদের অধিকার স্থাপন করেছিল। কিন্তু ম্যালেরিয়া ও কলেরার প্রাদুর্ভাবের ফলে তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে।
আন্দামান নিকোবর দখল জাপানের
জাপানিরা ভারতে সেভাবে শাসন করেনি। তবে ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্দোমান দখল করেছিল জাপানি শক্তি। এরপর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে জাপানিরা।