স্বাধীনতা দিবসের আগেই বড় জঙ্গি হামলা ভূস্বর্গে,এক পুলিশকর্মীর মৃত্যু-আহত এক জওয়ান

স্বাধীনতা দিবসের আগের দিন উত্তপ্ত ভূস্বর্গ। গত পরশু থেকে চলছিল এনকাউন্টার। তারপরেই গতকাল রাতে কুলগামে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই গ্রেনেড হামলায় এক পুলিশকর্মী মারা গিয়েছেন। আহত হয়েছেন এক জওয়ান। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমে গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন সেই পুলিশকর্মী। হাসপাতালে তিনি মারা যান।


স্বাধীনতা দিবসের আগে জঙ্গি হামলা হতে পারে আগেই সতর্ক করেছিল গোয়েন্দারা। সেই মত গোটা দেশে সতর্কতাও জরি করা হয়েছে। পুলিশ থেকে সেনাবাহিনী সকলকেই সতর্ক করা হয়েছে। সীমান্তে চলছে অতন্ত্র প্রহরা। এরই মাঝে ঠিক তপ্ত হয়ে উঠল কাশ্মীর। বরাবরই জঙ্গিদের নিশানায় থেকেছে কাশ্মীর। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে পুলিশ এবং সেনা বাহিনীর সংঘর্ষ চলছিল। গতকাল রাতে হঠাৎই কাশ্মীরের কুলগামে গ্রেনেড গামলা চালায় জঙ্গিরা।

গ্রেনেড হামলায় মারা গিয়েছেন এক পুলিশকর্মী। জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল কুলগামে জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছিলেন ওই পুলিশকর্মী সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে িনয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। নিহত পুলিশকর্মীর নাম তাহির খান। তিনি কাশ্মীরের পুঞ্চের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় অনন্তনাগের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।

কয়েকদিন আগেই কাশ্মীরে রাজৌরিতে সেনা ছাউনির কাছেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেনা ছাউনি টার্গেট করেই হামলা চালানো হয়েছিল। সেসময় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন চার জওয়ান। যদিও ২জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকেই কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে তৎপর সেনা বাহিনী। আগের মত সংঘর্ষের ঘটনা এখন আর ঘটছে না। সীমান্তে অনুব্রবেশ রুখতে কড়া নজরদারি চলছে। অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে কাশ্মীরের নাশকতা।

More JAMMU AND KASHMIR News  

Read more about:
English summary
terrorists attack at Jammu and Kashmir before independence Day