সুনীলের আহ্বান
এআইএফএফের নির্বাচনের দিন ইতিমধ্যেই ২৮ অগাস্ট স্থির করা হয়েছে। আগামী মরশুমের আগে বেঙ্গালুরু এফসি আয়োজিত ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সুনীল ছেত্রী বলেন, ফিফার হুঁশিয়ারির উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। তাই সতীর্থদের বলেছি ওই বিষয়ে মনোনিবেশ না করতে। যাঁরা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাঁরা সর্বতোভাবে চেষ্টা করছেন যাতে সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরে আসে। এই আবহে ফুটবলারদের একমাত্র কাজ নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা, নিজেদের খেলাকে আরও উন্নত করা। ক্লাব বা দেশ, যে দলের হয়েই প্রতিনিধিত্ব করার সুযোগ মিলবে নিজের সেরাটাই দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভারতীয় ফুটবলকে যাতে ফিফার নির্বাসনের মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেভাবে উদ্যোগী হয়েছেন তাতে সুফল মিলবে বলেই আশাবাদী সুনীল।
ডুরান্ড জয় লক্ষ্য
এরই মধ্যে বেঙ্গালুরু এফসি ডুরান্ডে নামার জন্য প্রস্তুত। ডুরান্ড কাপের খেলা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। বুধবার বেঙ্গালুরু এফসি খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। ক্লাব ও দেশের হয়ে অনেক গুরুত্বপূর্ণ লিগ বা ট্রফি জিতলেও সুনীল ছেত্রী একবারও ডুরান্ড কাপ জয়ের স্বাদ পাননি। এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টে খেলতে নামার আগে সুনীল ছেত্রী বলেন, ডুরান্ড কাপ এমনিতেই আরও বড় মাপের টুর্নামেন্ট। আমার কাছে আরও বেশি গুরুত্বের এই কারণেই যে, ভারতের প্রায় সব টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতা আমার থাকলেও একবারও ডুরান্ড কাপ জিততে পারিনি। ফলে আমার কাছে এটা বাড়তি অনুপ্রেরণার। আগেরবার আমাদের তরুণ ফুটবলাররা দারুণ ফুটবল উপহার দিয়েছিলেন। এবার আমরা তার চেয়েও ভালো কিছু করার জন্য মুখিয়ে রয়েছি।
|
রয় কৃষ্ণর সঙ্গে জুটি
সুনীল ছেত্রীর সঙ্গে রয় কৃষ্ণর জুটি প্রতিপক্ষকে কীভাবে নাস্তানাবুদ করে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। সুনীল বলেন, আমাদের জুটি নিয়ে বেশি হাইপের দরকার নেই। রয় কৃষ্ণ আমাদের দলে আসায় সেটা নিয়েই অনেকে অত্যুৎসাহী হয়ে উঠেছেন। রয়কে পেয়ে ভালোই হয়েছে। আমরা জানি রয় কী করতে পারেন। ট্রেনিংয়েও তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিচ্ছেন। গত কয়েক বছরে রয় প্রতিপক্ষ ফুটবলার হিসেবে আমাদের অনেকবার অস্বস্তিতে ফেলেছেন। ফলে তিনি এখন আমাদের দলের জার্সি গায়ে নামবেন, এটা খুবই ভালো অনুভূতি। দলের তরুণ ফুটবলারদের সঙ্গে মিশে গিয়ে রয় কৃষ্ণ নানা পরামর্শ দিচ্ছেন। সবমিলিয়ে বেঙ্গালুরু এফসির ড্রেসিংরুমে এখন যে দারুণ ভালো মেজাজ, সেটা বোঝাতে ভোলেননি ছেত্রী।
|
সন্দেশ নিয়ে সুনীল
সন্দেশ ঝিঙ্গান এবার সই করেছেন বেঙ্গালুরু এফসিতে। জাতীয় দলের সতীর্থকে ফের ক্লাব ফুটবলে পেয়েও খুশি সুনীল। বেঙ্গালুরু এফসির হয়ে ফেডারেশন কাপ জেতার পাঁচ বছর পর সন্দেশ ফের ফিরলেন পুরানো ক্লাবে। সুনীল তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সকলে তাঁকে সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত। সন্দেশও নিজের সেরাটা উজাড় করে দিয়ে ক্লাবকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদী সুনীল ছেত্রী। বিগত কয়েক বছর বেঙ্গালুরু এফসি ট্রফিহীন। ডুরান্ডে এবারই প্রথমবার আইএসএলের ১১টি দল খেলছে। সেই টুর্নামেন্ট থেকে ট্রফির খরা মেটাতে চায় বেঙ্গালুরু এফসি।