CSA T20 League: নরকিয়া প্রিটোরিয়ায়, বাটলার পার্লে, সঞ্জীব গোয়েঙ্কার ডারবানে ডি কক

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড আগামী জানুয়ারিতে শুরু করতে চলেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি ২০ লিগ। আইপিএলের ৬টি ফ্র্যাঞ্চাইজি এই লিগের দল কিনেছে। আইপিএলের দলের নামের সঙ্গে সাযুজ্য রেখেই সিএসএ টি ২০ লিগের দলগুলির নামকরণ হচ্ছে। আইপিএলের মুম্বই, লখনউ, চেন্নাই, হায়দরাবাদ, রাজস্থান ও দিল্লি ফ্র্যাঞ্চাইজি নতুন লিগে দল নামাচ্ছে।

নিলামের আগে প্রতিটি দলকেই ক্রিকেটার বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেইমতো একে একে বিভিন্ন দল চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করছে। দিল্লি ক্যাপিটালসের মালিকরা কিনেছেন প্রিটোরিয়ার দল, দলের নাম প্রিটোরিয়া ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের তারকা প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়াকে প্রিটোরিয়া ক্যাপিটালসেও নেওয়ার কথা ঘোষণা করেছেন কর্ণধার পার্থ জিন্দাল। মাঠের বাইরে শান্ত, অথচ মাঠে নেমেই আগুনে বোলিং করার ধারা নরকিয়া প্রিটোরিয়া ক্যাপিটালসের জার্সিতেও অব্যাহত রাখবেন বলে আশাবাদী তিনি। নরকিয়া আইপিএলে তিনটি মরশুমে দিল্লির হয়ে খেলে ৪৩টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ৫০টি টি ২০ উইকেট নিলেও আন্তর্জাতিক অভিষেক হয়নি মিগেল প্রিটোরিয়াসের। তাঁকেও প্রিটোরিয়া ক্যাপিটালসের দলে নেওয়া হয়েছে।

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মালিকানা রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের হাতে। সঞ্জীব গোয়েঙ্কা আইএসএলে এটিকে মোহনবাগানেরও কর্ণধার। তিনি ডারবান দলটির মালিকানা নিয়েছেন, এই দলের নাম আরপিএসজি ডারবান। এই দলের হেড কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার লান্স ক্লুজনার। ডারবান দলে খেলতে দেখা যাবে কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, রিস টপলি ও আনক্যাপড প্রেনেলান সুব্রায়েনকে। উল্লেখ্য, তিনজন বিদেশি, একজন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার এবং আন্তর্জাতিক অভিষেক হয়নি দক্ষিণ আফ্রিকার এমন একজন ক্রিকেটারকে দলে নিতে পারছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ডি কক আইপিএলে লখনউ দলের হয়েই খেলেন।

Delivered! They are all yours, #RoyalsFamily. 💗 pic.twitter.com/BC31g75QZ9

— Paarl Royals (@paarlroyals) August 12, 2022

রাজস্থান রয়্যালসের মালিকরা সিএসএ টি ২০ লিগে পার্ল দলটি কিনেছেন। পার্ল রয়্যালসে খেলতে দেখা যাবে জস বাটলারকে। রাজস্থান রয়্যালসের হয়ে গত আইপিএলে বাটলার সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। বাটলারের সঙ্গেই রাজস্থান রয়্যালস দলে থাকা ওবেদ ম্যাককয় ও করবিন বশকেও সই করানো হয়েছে। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার তারকা ডেভিড মিলার এই দলের হয়ে খেলবেন। এর মধ্যে প্রোটিয়া অলরাউন্ডার করবিন দেশের হয়ে একটিও ম্যাচ খেলেননি। কয়েক সপ্তাহের মধ্যেই এই লিগের নিলাম হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তবে একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ইউএই টি ২০ লিগ ও বিগ ব্যাশ লিগও চলবে। ফলে কারা দক্ষিণ আফ্রিকার লিগে খেলেন সেটাই দেখার।

More T20 News  

Read more about:
English summary
CSA T20 League: Anrich Nortje In Pretoria Capitals, Jos Buttler Signs For Paarl Royals. Quinton de Cock, Jason Holder Have Been Signed By RPSG Durban.
Story first published: Saturday, August 13, 2022, 19:13 [IST]