উদ্ধার কার্তুজ ও গোলাবারুদ
এসব কার্তুজ ও গোলাবারুদ কোথায় পৌঁছে দেওয়া হবে তা জানার চেষ্টা করছে পুলিশ। এর পেছনে কি কোনো ষড়যন্ত্র ছিল? যদি তাই হয়, তাহলে এর মূল পাণ্ডাকে তাই জানার খোজ চালাচ্ছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ আনন্দ বিহার এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। যাতে রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ। অস্ত্র ও কার্তুজ পাওয়ার পর দিল্লি পুলিশ হাই অ্যালার্টে জারি করেছে।
নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে
রাজধানী- সহ লাল কেল্লায় নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ১৫ অগাস্টের ঠিক আগে, অভিযুক্তরা রাজধানী দিল্লিতে একটি বড় নাশকতা চালাত। আর তাঁর আগেই তা বানচাল করা হয়। পাশাপাশি দিল্লিতে পুলিশ রেলস্টেশন, মেট্রো স্টেশন, শপিং মল, বাজারে আরও জোরদার করেছে নিরাপত্তা। রাস্তায় গাড়িতে তল্লাশি পর্যন্ত করা হচ্ছে।
১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে
চলতি বছরের ১৫ অগাস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করবে দেশ। সেই কারণেই রাজধানীতে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে । এই সুন্দর মুহূর্তে যাতে কোনও রকম বাধার সৃষ্টি না হয়, তারজন্যই এমন কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। এবার লাল কেল্লায় নিরাপত্তার কারণে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হবে। স্বাধীনতা দিবসের আগেই পুরো দিল্লিবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে।