আটবছর ক্ষমতায় থাকার পরেও জনপ্রিয়
২০১৪-র মে থেকে প্রধানমন্ত্রীর আসনে রয়েছেন নরেন্দ্র মোদী। সেই অর্থে আট বছ অতিক্রান্ত হয়েছে। তারপরেও সারা দেশে জনপ্রিয়তার নিরিখে নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের থেকে। লক্ষ্য করলেই দেখা যাবে, জনপ্রিয়তায় তাঁর ধারে কাছে কেউ নেই।
৫৩ শতাংশের সমর্থন মোদীকে
ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সমীক্ষায় প্রায় ৫৩ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন। সেই জায়গায় মাত্র ৯ শতাংশ মানুষ সমর্থন করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। অন্যদিকে মাত্র ৭ শতাংশ মানুষ সমর্থন করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে।
কে কত আসন পেতে পারে
সমীক্ষায় উঠে এসেছে এখনই ভোট হলে এনডিএ পেতে পারে ২৮৬ আসনের আশপাশে। এই সংখ্যাটা বর্তমানের ৩৬০ থেকে অনেকটাই কম। অন্যদিকে ইউপিএ পেতে পারে ১৪৬ টি আসন। এবং অন্যরা পেতে পারে ১১১ টি আসন।
শতাংশের নিরিখে এনডিএ ভোট পেতে পারে ৪১ শতাংশ, ইউপিএ ভোট পেতে পারে ২৮ শতাংশ এবং অন্যরা পেতে পারে ৩১ শতাংশ ভোট।
কংগ্রেসের অবস্থানকে পছন্দ ৪০ শতাংশের
বিরোধী দল হিসেবে কংগ্রেস যে অবস্থান বর্তমানে নিয়েছে, তাকে ভাল বলে মনে করছেন প্রায় ৪০ শতাংশ মানুষ। আৎ খারাপ বলে মনে করছেন ৩৪ শতাংশ মানুষ।
কংগ্রেসকে টেনে তুলতে পারেন কারা
কংগ্রেসকে কারা টেনে তুলতে পারেন। এই প্রশ্নের উত্তরে ২৩ শতাংশ মনে করেন রাহুল গান্ধী এই কাজের জন্য উপযুক্ত। ১৬ শতাংশ মনে করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই কাজে উপযুক্ত। অন্যদিকে ১৪ শতাংশ
মনে করেন সচিন পাইলট এই কাজের জন্য উপযুক্ত। তবে এব্যাপারে প্রিসঙ্কা গান্ধীকে পছন্দ করছেন মাত্র ৯ শতাংশ মানুষ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর থেকেই প্রমাণিত বিরোধী শিবির কিংবা কংগ্রেস গত আচ বছরেও মোদীর বিরুদ্ধে দাঁড়ানোর মতো, চ্যালেঞ্জ জানানোর কাউকেই গড়ে তুলতে পারেনি। পরিষ্কার করে বলতে গেলে মোদীর অল্টারনেটিভ
কাউকেই গড়ে তোলা যায়নি।