সৌরভের নেতৃত্বে শেহওয়াগ-হরভজন-কাইফরা খেলবেন ইডেনে, ভারত বনাম বিশ্বের দ্বৈরথে থাকছেন কারা?

জল্পনার অবসান। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফের অধিনায়ক হিসেবে নামতে দেখা যাবে ইডেন গার্ডেন্সেই। লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ এবার হচ্ছে ভারতে। দেশের ৭৫ বছর উদযাপনে ভারত বনাম বিশ্ব একাদশের ম্যাচে নামবেন প্রাক্তন তারকারা। ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দেবেন মহারাজ। ইয়ন মর্গ্যান নেতৃত্ব দেবেন ওয়ার্ল্ড জায়ান্টসকে।

সৌরভ ফের ইডেনে

সম্প্রতি সৌরভ জিমে শারীরিক কসরতের ছবি পোস্ট করে জানিয়েছিলেন, লেজেন্ডস লিগ ক্রিকেটের একটি চ্যারিটি ম্যাচ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। তারপরই জানা যায়, কলকাতাতেও এবার লেজেন্ডস লিগের খেলা হবে। তখনই বোঝা গিয়েছিল, সৌরভ নিজের শহরে ক্রিকেটের নন্দনকাননেই ম্যাচটি খেলবেন। সেই জল্পনাতেই সিলমোহর পড়ে গেল আজ। লেজেন্ডস লিগ ক্রিকেটের আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সৌরভ ইডেনে নেতৃত্ব দেবেন ইন্ডিয়া মহারাজাসকে। প্রতিপক্ষ ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস। প্রাক্তনদের এই ম্যাচে সেই দলেও রয়েছেন প্রচুর তারকা। সৌরভের ইন্ডিয়া মহারাজাসের টিম লিস্টে থাকা ক্রিকেটারদের উপস্থিতি ফের নস্ট্যালজিক করে তুলবে ক্রিকেটপ্রেমীদের।

বিশেষ ম্যাচ

ইডেনে এই বিশেষ ম্যাচটিই এবারের লেজেন্ডস লিগ ক্রিকেট বা এলএলসি (LLC)-র সূচনা করবে। এবারের টুর্নামেন্টটিকে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অঙ্গ হিসেবে ধরা হচ্ছে। ১৬ সেপ্টেম্বর ইডেনে বিশেষ ম্যাচটির পরদিনই শুরু হয়ে যাবে এলএলসির লড়াই। ইডেনের ম্যাচটিতে অংশ নেবেন ১০টি দেশের প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে অনেকেই সম্প্রতি ক্রিকেট ছেড়েছেন। কেউ আবার ছেড়েছেন কয়েক বছর আগে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এলএলসি-র ফ্র্যাঞ্জাইজি ফরম্যাটের লড়াইয়ে অংশ নেবে ৪টি দল। চলবে ৮ অক্টোবর অবধি। ৬টি শহরে সবমিলিয়ে হবে ১৫টি ম্যাচ।

স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে

লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেন, দেশের ৭৫ বছর উদযাপনের শরিক হতে পেরে আমরা সকলেই গৌরবান্বিত। গর্বিত ভারতীয় হিসেবে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এবারের লিগকে উৎসর্গ করা হচ্ছে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে। এলএলসি সিইও তথা অন্যতম প্রতিষ্ঠাতা রমন রাহেজার কথায়, দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের। নির্দিষ্ট কিছু সামাজিক কর্তব্য পালনের জন্য একটি বিশেষ ম্যাচ আয়োজিত হচ্ছে যাতে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও ইয়ন মর্গ্যান দুটি দলকে নেতৃত্ব দেবেন। এবারের এলএলসিতে ২২ দিন ধরে প্রতিদ্বন্দ্বিতা করবে চারটি দল। কারা খেলবেন সেই শতাধিক ক্রিকেটারদের তালিকা দ্রুতই প্রকাশ করা হবে। সিএবির সঙ্গে কথা বলেই ইডেনের মতো ঐতিহ্যশালী ম্য়াচ আয়োজনের পরিকল্পনা করা হবে বলেও জানান আয়োজকরা।

কোন দলে কারা?

আপাতত ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস দল ঘোষিত হয়েছে। দুই দলেই রয়েছেন ১৭ জন করে ক্রিকেটার। তবে আরও ক্রিকেটারের নাম যোগ হতে পারে বলে জানাচ্ছেন আয়োজকরা।

ইন্ডিয়া মহারাজাস দলে কারা রয়েছেন দেখে নেওয়া যাক- সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), বীরেন্দ্র শেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, সুব্রহ্মণ্যম বদ্রীনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটকিপার), স্টুয়ার্ট বিনি, এস শ্রীসন্থ, হরভজন সিং, নমন ওঝা (উইকেটকিপার), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, রুদ্রপ্রতাপ সিং, যোগিন্দর শর্মা ও রীতিন্দর সিং সোধি।

ওয়ার্ল্ড জায়ান্টস দলে রয়েছেন- ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক কালিস, সনৎ জয়সূর্য, ম্যাট প্রায়র (উইকেটকিপার), নাথান ম্যাকালাম, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, ডেল স্টেন, হ্যামিলটন মাসাকাদজা, মাশরাফি মোর্তাজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও ব্রায়েন ও দীনেশ রামদিন (উইকেটকিপার)।

More SOURAV GANGULY News  

Read more about:
English summary
Sourav Gangly-Led India Maharajas Will Face Eoin Morgan's World Giants At Eden Gardens On September 16. India vs World Match On 75th Year of Indian Independence To Kick Start The Legends League Cricket Season 2.