নিউ ইয়র্কে অনুষ্ঠানে চলাকালীন সলমন রুশদির ওপর হামলা, ছুরিকাঘাতে আহত ভারতীয় বংশোদ্ভুত সাহিত্যিক

নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ছুরির হামলার শিকার হলেন বিখ্যাত সাহিত্যিক সলমন রুশদি। ঘটনায় রুশদি আহত হয়ে মঞ্চে পড়ে যান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন, এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ভারতীয় বংশোদ্ভুত এই সাহিত্যিক অতীতে অনেকবার হত্যার হুমকি পেয়েছেন। ইরান তাঁর হত্যাকারীকে তিন মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে সাহিত্যিক সলমন রুশদি অংশগ্রহণ করেছিলেন। নিউ ইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনের মঞ্চে আচমকাই তাঁর ওপর এক ব্যক্তি হামলা করে। জানা গিয়েছে, রুশদি যখন বক্তব্য রাখতে যাচ্ছিলেন সেই সময় অভিযুক্ত তাঁর ওপর হামলা করে। প্রথমে সাহিত্যিকের ওপর ঘুষি মারতে থাকেন। এরপরেই রুশদিকে নিশানা করে ছুরিকাঘাত করা হয়। ঘটনার আকস্মিকতায় সলমন রুশদি মঞ্চে পড়ে যান। অনুষ্ঠানের উদ্যোক্তরা দ্রুত মঞ্চে উপস্থিত হন। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন। তবে ঘটনায় রুশদি কতটা আহত হয়েছেন, এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ওয়ার্ড পাটলার নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যে ব্যক্তি রুশদির ওপর হামলা করেছিলেন, তাঁকে দেখতে পাওয়া যায়নি। মাথায় কালোরঙের কিছু ফেট্টি বাঁধা ছিল। তিনি বলেন, 'প্রথমে মনে হয়েছিল, রুশদিকে ঘুষি মারছেন ওই ব্যক্তি। কিন্তু খানিকক্ষণ বাদে বুঝতে পারলাম রুশদিকে নিশানা করে ছুরিকাঘাত করছেন। সেই সময় উপস্থিত অন্যান্য লেখক ও উদ্যোক্তারা অভিযুক্তের ওপর ঝাঁপিয়ে পড়েন। পাল্টা ওই ব্যক্তিকে তাঁরা মারতে শুরু করেন। সেই সময় কয়েকজন ব্যক্তি রুশদিকে খানিকটা দূরে সরিয়ে আনেন। রুশদি বেশ আহত হয়েছিলেন। তাঁর রক্ত এক ব্যক্তিকে মুছিয়ে দিতে দেখা যায়। অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। তারপর কী হয়েছে আমার জানা নেই। স্ত্রীকে নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে আসি।'

ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব বিখ্যাত ব্রিটিশ এই সাহিত্যিত অতীতে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। ৮০ দশকে তাঁর লেখা উপন্যাস 'দ্য স্যাটেনিক ভার্সেস' বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল। ১৯৮৮ সালে ইরান সলমন রুশদি তাঁকে নিষিদ্ধ করে। সেই সময় ইরান প্রশাসনের তরফে জানানো হয়, তিনি 'দ্য স্যানেটিক ভার্সেস' উপন্যাসে যা লিখেছেন তা নিন্দনীয়। এর ঠিক এক বছর পরে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লা খামেনি সলমন রুশদির বিরুদ্ধে মৃত্যুর ফতেয়া জারি করেন। ইরান ঘোষণা করে, যিনি সলমন রুশদিকে হত্যা করতে পারবেন, তাঁকে তিন মিলিয়ন মার্কিন ডলারের বেশি পুরস্কার হিসেবে দেওয়া হবে।

Read more about:
English summary
Author Salman Rushdie stabbed on a stage in New York
Story first published: Friday, August 12, 2022, 22:05 [IST]