প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ! ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়ল ফ্লাইওভারের একটা অংশ

ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশ। বিভিন্ন জায়গাতে বৃষ্টির কারণে জল জমে গিয়েছে। আর বৃষ্টির কারণেই কালকা-সিমলা জাতীয় সড়ক-৫-এর ফ্লাইওভারের একটি অংশ ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই ওই রাস্তায় সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ! ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়ল ফ্লাইওভারের একটা অংশ

গত কয়েকমাসে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। এমনকি গত বুধবার থেকে বৃষ্টির পরিমাণ সে রাজ্যে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আর এর ফলে বিভিন্ন অংশে রীতিমত ধ্বংসযজ্ঞ চলেছে। শুধু তাই নয়, অতিবৃওষ্টিতে হড়পা বান সৃষ্টি হয়েছে। যার জেরে পাহাড়ি এলাকার বহু জায়গাতে ধস নেমেছে। এমনকি বহু জায়গাতে মৃত্যু পর্যন্ত হয়েছে। ধস এবং বন্যার দাপটে রীতিমত ভংজকর অবস্থা সে রাজ্যে। জলের স্রোতে চোখের সামনে ভেসে যাচ্ছে বাড়ি-দোকান!

এমনকি অতি বৃষ্টির কারণে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। শতাধিকেরও বেশি সংযোগ সড়ক ও জাতীয় সড়কগুলি একেবারে বন্ধ হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। বৃষ্টির কারণে মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক ঘন্টায় মান্ডির সুন্দর নগর এলাকাতে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে। সেখানে ১৪১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। আর এর মধ্যেই কালকা-সিমলা জাতীয় সড়ক-৫-এর ফ্লাইওভারের একটি অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনিক আধিকারিকরা। জলের তোড়েই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভেঙে পড়ার রাস্তার একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ভেঙে যাওয়া অংশে ভয়ঙ্কর বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। আর তা তৈরি হতেই প্রাণ ভয়ে গাড়িগুলি পিছনে দিকে নিতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় ওই রাস্তায়।

More SHIMLA News  

Read more about:
English summary
Flyover collapsed at Kalka simla national highway in Himachal pradesh
Story first published: Friday, August 12, 2022, 15:00 [IST]