রাহুলের ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ভাঙাচোরা দল জিম্বাবোয়ের, নেতৃত্বে চাকাভা

ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে জিম্বাবোয়ে। ২০২৩ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে জিম্বাবোয়ের কাছে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে এই সিরিজ। ২০ ও ২২ অগাস্ট বাকি দুটি ম্যাচও হবে হারারেতে।

ভাঙাচোরা জিম্বাবোয়ে

ভারতের বিরুদ্ধেও প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে পাচ্ছে না জিম্বাবোয়ে। জিম্বাবোয়ে দলের অধিনায়ক ক্রেগ আর্ভিনের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট এখনও সারেনি। ফলে তিনি ভারতের বিরুদ্ধেও খেলতে পারবেন না। সে কারণে জিম্বাবোয়েকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার রেজিস চাকাভা। কাঁধের টেন্ডনে চোট পাওয়া বাঁ-হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাও খেলতে পারছেন না। উরুর পেশিতে চোট পেয়েছিলেন ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি এবং কলারবোন ভেঙেছিল টেন্ডাই চাতারার। এই দুই জোরে বোলার সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে খেলতে পারেননি। তাঁরা ভারতের বিরুদ্ধে সিরিজেও নেই।

নেতৃত্বে চাকাভা

জিম্বাবোয়ের হয়ে ২০০৮ সালে অভিষেক হয় চাকাভার। তবে সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজেই তিনি প্রথমবার দেশকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশকে টি ২০ ও একদিনের সিরিজে ২-১ ব্যবধানেই হারিয়েছে জিম্বাবোয়ে। ফলে চাকাভার অধিনায়কত্বের ইনিংস শুরু হয়েছে জয় দিয়েই। দ্বিতীয় একদিনের ম্য়াচে চাকাভা ১০২ রানের ইনিংস খেলে দলের সিরিজ জয় নিশ্চিত করেছেন।

ফর্মে রাজা

ভারতের বিরুদ্ধে ভালো ফর্মের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন সিকান্দর রাজা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি ২৫২ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কারটি পেয়েছেন। হাতে চোটের কারণে এই সিরিজের শেষ ম্যাচ চাকাভা খেলতে পারেননি। সেই ম্যাচে রাজা অধিনায়কত্ব করেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে রাজা অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেছিলেন। এরপর একদিনের সিরিজে প্রথম দুটি ম্যাচে তাঁর রান ছিল যথাক্রমে অপরাজিত ১৩৫ ও অপরাজিত ১১৭। শেষ ম্য়াচে অবশ্য শূন্য রানে আউট হন।

জিম্বাবোয়ে দলে কারা

একনজরে দেখে নেওয়া যাক জিম্বাবোয়ের ১৭ সদস্যের ঘোষিত দল- রায়ান বার্ল, রেজিস চাকাভা (অধিনায়ক), তানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাডান্ডে (উইকেটকিপার), ওয়েসলি মাধেভেরে, তাডিওয়ানাশে মারুমানি, জন মাসারা, জনি মুনিওঙ্গা, রিচার্ড নগারাভা, ভিক্টর ন্যাউচি, সিকান্দর রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।

শিখরকে সরিয়ে রাহুল

জিম্বাবোয়ে সফরে ভারতের অধিনায়ক হিসেবে প্রথমে শিখর ধাওয়ানের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু লোকেশ রাহুল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় তাঁকেই অধিনায়ক করে শিখরকে সহ অধিনায়ক করে দেওয়া হয়েছে। এমন নজির ভারতীয় ক্রিকেটে শেষ কবে দেখা গিয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না।

ভারতীয় দল- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার।

More INDIA News  

Read more about:
English summary
Regis Chakabva Will Lead Zimbabwe Against KL Rahul-Led India In The 3-Match ODI Series. The Series Is Scheduled To Begin On August 18 In Harare And Is A Part Of The ODI World Cup Super League.
Story first published: Friday, August 12, 2022, 9:53 [IST]