মোদি সরকারের ‘হর ঘর তিরঙা’ অভিযান সফল, দশ দিনে বিক্রি এক কোটির বেশি পতাকা

আসছে স্বাধীনতা দিবস। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। এই বিশেষ দিনের জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। সারা দেশে ছড়িয়ে থাকা দেড় লক্ষ পোস্ট অফিসগুলি মোদী সরকারের 'হর ঘর তেরঙা’ অভিযানকে সফল করতে অনেক অবদান রেখেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে ১০ দিনে ভারতীয় পোস্ট অফিস (DoP) এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে। ডাক বিভাগে জাতীয় পতাকা ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

অনলাইনেও পতাকা বিক্রি হচ্ছে

ইন্ডিয়া পোস্ট পোস্ট অফিসের পাশাপাশি অনলাইন মাধ্যমেও এই পতাকা বিক্রি করেছে। ১০ দিনের মধ্যে এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে তারা। ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, দেশেজূড়ে ৪.২ লক্ষ ডাককর্মী, শহর, গ্রাম সীমান্তে 'হর ঘর তিরঙা' প্রচারণাকে উত্সাহের সঙ্গে প্রচার করেছে।

পতাকার মূল্য ২৫ টাকা

ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে জাতীয় পতাকা বিক্রি করা হবে। অর্থাৎ ১৫ অগাস্ট পর্যন্ত শুধু পোস্ট অফিসে জাতীয় পতাকা পাওয়া যাবে। যেকোনও ব্যক্তি তার নিকটস্থ পোস্ট অফিসে ২৫ টাকা দিয়ে জাতীয় পতাকা কিনতে পারেন। শুধু তাই নয়, অনলাইনেও কিনতে পারবেন। অনলাইনে বিক্রয়ের জন্য, ডাক বিভাগ সারাদেশে যেকোনোও ঠিকানায় বিনামূল্যে বাড়িতে ডেলিভারিও করছে। এখন পর্যন্ত অনলাইনে ১.৭৫ লক্ষ মানুষ পতাকা কিনেছেন।

‘হর ঘর তিরঙ্গা' কী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে, ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালিত হবে। এই সময় ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্টের মধ্যে একটি বিশেষ প্রচার হল 'হর ঘর তিরঙ্গা', যারই আয়োজন এটি। এই প্রচারের সময়, প্রধানমন্ত্রী মোদি প্রত্যকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল মানুষের হৃদয়ে দেশপ্রেমের বোধ জাগিয়ে তোলা এবং যারা জাতি গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের অবদানকে স্মরণ করা। সেই সঙ্গে শহীদদেরও স্মরণ করা। এটি ভারত সরকারের একটি উদ্যোগ।

Atal Pension Yojana-তে একাধিক নিয়মে পরিবর্তন! অক্টোবর থেকেই মিলবে না এই সুবিধা Atal Pension Yojana-তে একাধিক নিয়মে পরিবর্তন! অক্টোবর থেকেই মিলবে না এই সুবিধা

More NATIONAL FLAG News  

Read more about:
English summary
national department of posts sell more than one crore national flags in ten days