এক নিম্নচাপের প্রভাব শেষ হতেই আরও একের পূর্বাভাস! কোথায় পড়বে প্রভাব, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

জুন-জুলাই মাসে দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার ঘাটতি প্রায় ৫০ শতাংশের আশপাশে। আবহাওয়া (Weather) বিশেষজ্ঞরা বারে বারে বলছিলেন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জন্য প্রয়োজন বঙ্গোপসাগরে নিম্নচাপ। কিন্তু জুন ও জুলাই মাসে তা কার্যত হয়নি। তবে অগাস্টের শুরু ওড়িশা ও অন্ধ্র উপকূলের নিম্নচাপে কিছুটা হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) হয়েছে। যার প্রভাব চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও একটি নিম্নচাপ সক্রিয় হতে চলেছে ১৩ অগাস্ট নাগাদ।

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১২ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়াও বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ মেধলা থাকবে। সঙ্গে কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ।

আরও এক নিম্নচাপের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ১৩ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এখটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও সক্রিয়
হবে এবং তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে যাবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১ ৩অগাস্ট শনিবার সকালের উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী দিন পাঁচেকে তাপমাত্রার হেরফের হওয়ারও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৬)
বহরমপুর (২৬.২)
বাঁকুড়া (২৪.৪)
বর্ধমান (২৪.৪)
কোচবিহার (২৭)
দার্জিলিং (১৭)
দিঘা (২৪.৭)
কলকাতা (২৫.৬)
দমদম (২৬.২)
কৃষ্ণনগর (২৬.৮)
মালদহ (২৬.৯)
মেদিনীপুর (২৫.১)
শিলিগুড়ি (২৬.৯)
শ্রীনিকেতন (২৫.৮)

কালো পোশাকে কংগ্রেসের বিক্ষোভ! হতাশায় 'ব্ল্যাক ম্যাজিক' অবলম্বন, নিশানা প্রধানমন্ত্রী মোদীরকালো পোশাকে কংগ্রেসের বিক্ষোভ! হতাশায় 'ব্ল্যাক ম্যাজিক' অবলম্বন, নিশানা প্রধানমন্ত্রী মোদীর

More WEATHER News  

Read more about:
English summary
Weather office says, another low pressure area likely to be form over North Bay of Bengal on 13 August
Story first published: Thursday, August 11, 2022, 7:52 [IST]