পুলিশকে বম্ব মারতে বলেও রেহাই! তবে এখন কেন গ্রেফতার অনুব্রত মণ্ডল

বাম শাসনের শেষ দিকে উত্থান। বীরভূমের (Birbhum) দোর্দণ্ডপ্রতাপ নেতা। তৃণমূল (Trinamool Congress) ক্ষমতায় আসার পরেও অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) পুলিশকে বম্ব মারতে বলেছিলেন। তারপরেই পুলিশ তাঁকে স্যালুট করেছে। সেই কারণেই হয়তো তিনি পুলিশের সঙ্গে সিবিআইকে গুলিয়ে ফেলেছিলেন। বারে বারে অবজ্ঞ করে গিয়েছেন সিবিআই (CBI) -এর নোটিশ। ১০ বার তলবে মাত্র একবার উপস্থিতি। যার ফলস্বরূপ গ্রেফতার অনুব্রত মণ্ডল। আর গ্রেফতারের পরেই দলের নেতা অর্জুন সিং বলেছেন, কেউ দোষ করলে দল তাঁর পাশে দাঁড়াবে না।

গ্রেফতার অনুব্রত মণ্ডল! গরুপাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে তুলে আনল সিবিআইগ্রেফতার অনুব্রত মণ্ডল! গরুপাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে তুলে আনল সিবিআই

More ANUBRATA MONDAL News  

Read more about:
English summary
Why CBI has arrested Anubrata Mondal
Story first published: Thursday, August 11, 2022, 12:04 [IST]