জোট ভাঙার জন্যে নীতীশকে ক্ষমা করে দিয়েছেন লালু-পত্নী? রইল সেই উত্তর

ফের বিহারের বুকে মহাজোটের সরকার! আরজেডি'র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়লেন নীতীশ কুমার। কিন্তু ২০১৭ সালে মহাজোট ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলান তিনি। কিন্তু কার্যত পাঁচ বছরের মাথাতেই ফের উলাটপুরান। ফের তেজস্বীর সঙ্গে হাত মিলিয়ে বিহারের বুকে মহাজোট। তবে মঙ্গলবার রাজভবনে ইস্তফা দেওয়ার পরেই রারবী দেবীর সঙ্গে দেখা করেন নীতীশ। আর সেই সাক্ষাতে ২০১৭ সালের সমস্ত ঘটনা ভুলে যাওয়ার কথাই নাকি জেডিইউ সুপ্রিমো সবাইকে বলেন।

আর সেই মতো আজ বুধবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ। আর সেই অনুষ্ঠানে ছিলেন তেজস্বী যাদবের গোটা পরিবার। ছিলেন তেজস্বী যাদবের স্ত্রী এবং লালু প্রসাদ যাদব পত্নী রাবরী দেবীও। সেখানে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি বিহারের মানুষের জন্যে ভালো হল। এই সরকার মানুষের জন্যে কাজ করব বলেও মন্তব্য করেন রাববী দেবীর। তবে এদিন বেশ হাসিখুশি অবস্থায় দেখা যায় রাবরী দেবীকে। শুধু তিনিই নয়, মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তেজস্বীর স্ত্রীও। এই সরকার মানুষের জন্যে কাজ করবে বলে মন্তব্য করেন তেজস্বীর ভাইও।

বিহারের মানুষকে ধন্যবাদ

আর সেই মতো আজ বুধবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ। আর সেই অনুষ্ঠানে ছিলেন তেজস্বী যাদবের গোটা পরিবার। ছিলেন তেজস্বী যাদবের স্ত্রী এবং লালু প্রসাদ যাদব পত্নী রাবরী দেবীও। সেখানে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি বিহারের মানুষের জন্যে ভালো হল। এই সরকার মানুষের জন্যে কাজ করব বলেও মন্তব্য করেন রাববী দেবীর। তবে এদিন বেশ হাসিখুশি অবস্থায় দেখা যায় রাবরী দেবীকে। শুধু তিনিই নয়, মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তেজস্বীর স্ত্রীও। এই সরকার মানুষের জন্যে কাজ করবে বলে মন্তব্য করেন তেজস্বীর ভাইও।

সমস্ত কিছু মাফ...।

আর এহেন মন্তব্যে পরেই সাংবাদিকরা রাবরী দেবীকে ২০১৭ সালের ঘটনা নিয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই লালু পত্নীর দাবি, সব মাফ হে ... সব মাফ হে। উল্লেখ যোগ্য ভাবে মঙ্গলবারই নীতীশ তেজস্বীকে সব কিছু ভুলে যাওয়ার কথা বলেন। এমনকি নতুন ভাবে এগিয়ে যাওয়ার কথাও নাকি নীতিশ জানান তেজস্বীকে। প্রসঙ্গত, ২০১৫ সালে জেডিইউ আরজেডির সঙ্গে জোট বেঁধে নির্বাচনের লড়াইয়ে নামে। এমনকি পরে এই জোটে কংগ্রেসও যোগ দেয়। আর সেই নির্বাচনে বড়সড়জয় পায় মহাজোট। কার্যত ছিটকে যায় বিজেপি সেই সময় মুখ্যমন্ত্রী পদে বসেন নীতীশ কুমার এবং উপ মুখ্যমন্ত্রী হন তেজস্বী।

নীতীশের আশির্বাদ নিলেন তেজস্বী

কিন্তু সরকার কিছুদিন চলতেই খেলা ঘুরে যায়। জুলাই ২০১৭ সালে মহাজোট ছেড়ে বেরিয়ে যান নিতীশ কুমার। দীর্ঘ পাঁচ বছর পর ফের বিহারের পদে সেই মহাজোট সরকার। বলে রাখা প্রয়োজন, আজ বুধবার দুপুর দুটোর সময়ে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার। অষ্টমবারের জন্যে একেবারে রেকর্ড গড়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। তাঁর ডেপুটি অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেজস্বী যাদব। আর তা নিয়েই ফের বিহারের মসনদে একবার ফিরল মহাজোট। তবে এদিন শপথ নেওয়ার পরেই চাচা নীতীশ কুমারের পায়ে হাত দিয়ে প্রনাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তেজস্বীকে।

জোট ভাঙতেই মোদীকে লোকসভা মনে করালেন নীতীশ! জানেন কি বললেন জোট ভাঙতেই মোদীকে লোকসভা মনে করালেন নীতীশ! জানেন কি বললেন

More NITISH KUMAR News  

Read more about:
English summary
Rabri Devi says 'Sab maaf hai' after Nitish Kumar starts Mahagathbandhan again with RJD