স্বাধীনতা দিবসের আগে জম্মু-কাশ্মীর পুলিশ বড়সড় নাশকতার পরিকল্পনা বানচাল করল। বুধবার পুলিশ পুলওয়ামা থেকে ২৫-৩০ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করেছে। জানা গিয়েছে যে এই আইইডি উদ্ধার হয়েছে তাহাব ক্রসিং সার্কুলার রোডের কাছ থেকে। পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবসের আগেই বড়সড় নাশকতার পরিকল্পনা তারা ব্যর্থ করতে সফল হয়েছে। এই ঘটনা নিয়ে কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার বলেন, '২৫ থেকে ৩০ কেজি ওজনের আইইডি উদ্ধার হয় পুলওয়ামার সার্কুলার রোডের কাছে তাহাব ক্রসিং থেকে। পুলিশ ও সুরক্ষা বাহিনী এটি উদ্ধার করে। পুলওয়ামা পুলিশের থেকে পাওয়া নির্দিষ্ট ইনপুটের জন্য বড় এই নাশকতার পরিকল্পনা বানচাল করা গিয়েছে।' তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবারই জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের ছোঁড়া গ্রেনেড হামলায় নিহত হন বিহারের এক শ্রমিক। ঘটনায় আহত হয়েছেন দু'জন। পুলিশের মুখপাত্র এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে পুলওয়ামার গাদুরা গ্রামে শ্রমিকদের শিবির লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তিনি জানান যে একজন শ্রমিক নিহত হন এই বিস্ফোরণে এবং বাকি দু'জন আহত হয়েছেন। মুখপাত্র বলেন, 'বহিরাগত ওই শ্রমিককে সনাক্ত করা গিয়েছে, তাঁর নাম মহম্মদ মুমতাজ, তিনি বিহারের সাকওয়া পার্সার বাসিন্দা। আহতরা হলেন মহম্মদ আরিফ ও তাঁর ছেলে মহম্মদ মজবুল, এঁরা রামপুর বিহারের বাসিন্দা।' পুলিশ জানিয়েছে যে শ্রমিকরা এখানে তুলোর বিছানার কারখানায় কাজ করতেন। জঙ্গিরা এ বছরের গোড়ার দিয়ে কাশ্মীরের বাসিন্দা নয় এমন মানুষদের ওপর হামলা বাড়িয়েছে। এমনকী গত দু'মাসে জম্মু-কাশ্মীরে টার্গেট কিলিংয়ের সংখ্যা বেড়েছে।
অন্যদিকে বুধবার বুদগাঁও এলাকায় তিন লস্কর-ই-তৈবা জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে। জানা গিয়েছে, বুধবার সকালে বুদগাঁও এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে তাদের। সেখান থেকেই তিন লস্কর-ই-তৈবা জঙ্গিকে ঘিরে ফেলে তারা। কাশ্মীরি নাগরিক রাহুল ভাট এবং আমরিন ভাটের হত্যার ঘটনায় জড়িত কুখ্যাত লস্কর জঙ্গি লতিফও রয়েছে এই তালিকায়।
এর পাশাপাশি স্বাধীনতা দিবসের আগে দিল্লি থেকেও গ্রেফতার হয়েছে এক আইএসআইএস জঙ্গি। জানা গিয়েছে, দিল্লির বাটলা হাউস এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এনআইএ সূত্রের খবর, দিল্লির বাটলা হাউসের যোগবাই এক্সটেনশন এলাকায় বসে সিরিয়ার আইএসআইএস জঙ্গিদের হয়ে কাজ করছিল ধৃত মহসিন আহমেদ। ভারতের মাটিতে আইএসআইএস কী নাশকতার ছক করছিল তা মহসিনকে গ্রেফতার করে জানার চেষ্টা করছে এনআইএ।