Asia Cup 2022: এশিয়া কাপের দলে সুযোগ পেলেও নিশ্চিত নয় রাহুলের খেলা, কঠিন পরীক্ষার সামনে ভারতের সহ-অধিনায়ক

আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দলে রাখা হয়েছে কে এল রাহুলের নাম। দলের সহ অধিনায়ক তিনি। তবুও এশিয়া কাপে বিস্ফোরক এই ওপেনারকে খেলতে দেখা যাবে তা জোর দিয়ে বলা যাচ্ছে না।

ফিটনেস টেস্ট দিতে হবে কে এল রাহুলকে:

ভারতীয় দলে সহ অধিনায়ক কে এল রাহুলকে এশিয়া কাপের স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে যাওয়ার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দিতে হবে ফিটনেস টেস্ট। ৩০ বছর বয়সী ক্রিকেটারকে বলা হয়েছে ফিটনেস টেস্ট দেওয়ার জন্য। বিসিসিআই-এর আধিকারিকরা কে এল রাহুল সেরে ওঠার বিষয়ে নিশ্চিত থাকলেও পুরোটাই বিসিসিআই-এর মেডিক্যাল স্টাফের সামনে প্রমাণ হওয়াটা জরুরি।

২০২২ সালে দেশের হয়ে এখনও একটিও টি-২০ ম্যাচ খেলেননি রাহুল:

চলতি বছর ভারতের জার্সিতে একটিও টি-২০ ম্যাচ খেলেননি কে এল রাহুল। আইপিএল শেষ হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলার কথা থাকলেও চোটের কারণে তাঁকে ছিটকে যেতে হয়। চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল রাহুলের। যদিও সেই সিরিজ শুরুর আগেই কোভিডে আক্রান্ত হন তিনি। ফলে এশিয়া কাপে কে এল রাহুল নামার আগে তাঁর ফিটনেস নিয়ে কোনও প্রকার সংশয় রাখতে নারাজ বিসিসিআই।

রাহুলের ব্যাকআপ হিসেবে তৈরি রাখা হচ্ছে শ্রেয়স আইয়ারকে:

কে এল রাহুল যদি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হন তা হলে তাঁর ব্যাকআপ হিসেবে তৈরি রাখা হচ্ছে শ্রেয়স আইয়ারকে। আগামী সপ্তাহে হওয়ার কথা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে কে এল রাহুল যদি ব্যর্থ হন তা হলে তাঁর পরিবর্তে দলে জয়াগ পাবেন শ্রেয়স আইয়ার। আইয়ার ছাড়াও এই প্রতিযোগীতায় স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেল, দীপক চাহারকে।

এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ:

এশিয়া ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত সূচি অনুযায়ী ২৭ অগস্ট শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের এশিয়া কাপ। ভারতীয় দলের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ২৮ মে মাদার অব অল ম্যাচেস-এ মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই হাইপ্রোফাইল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

More ASIA CUP News  

Read more about:
English summary
KL Rahul's participation is not confirmed yet. Though the BCCI's senior selection committee named him in the squad, Rahul has to pass a fitness test before going to UAE.
Story first published: Wednesday, August 10, 2022, 12:34 [IST]