লর্ডসে ব্যাট হাতে মাতালেন হ্যারি কেন:
লর্ডসে ম্যানচেস্টার অরিজিনালস বনাম লন্ডন স্পিরিট-এর মধ্যে দ্য হান্ড্রেডের ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন'কে ব্যাড-প্যাড পরে পাওয়া যায়। পুরো দস্তুর ক্রিকেটারের বেশে দারুণ লাগছিল ইংল্যান্ডের অন্যতম তারকা ফুটবলারকে। কেনের সঙ্গে লর্ডসে উপস্থিত ছিলেন টোটেনহ্যামে তাঁর সতীর্থ ম্যাট দোহার্টি। কেনকে সিক্স হিটিং চ্যালেঞ্জে ব্যাটিং করতে দেখা যায়। একের পর এরক তাঁর গগনচুম্বী শট দেখে বোঝা দায় যে এক জন আপাদমস্তক পেশাদার ফুটবলার সে'গুলি মারছেন।
কেনের ব্যাটিং ভিডিও শেয়ার করেছে দ্য হান্ড্রেড:
দ্য হান্ড্রেডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে হ্যারি কেনের ছয় মারার ভিডিও শেয়ার করা হয়। বন্ধুত্বপূর্ণ ফুলটস বল দেওয়া হচ্ছিল কেন'কে যেগুলি তিনি বাউন্ডারির বাইরে পাঠানো লক্ষ্যে একের পর এক বড় শট মারছিলেন। শুধু খেলাই নয়, ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর পাশে দাঁড়িয়ে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতেও দেখা যায় কেনকে।
জয় দিয়ে প্রিমিয়ার লিগে অভিযান শুরু করেছে হ্যাকি কেনের দল টোটেনহ্যাম হটস্পার:
হ্যারি কেনের নেতৃত্বাধীন টোটেনহ্যাম হটস্পার জয় দিয়ে প্রিমিয়াল লিগের নতুন মরসুম শুরু করেছে। ২০২২-২৩ মরসুমে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে টোটেনহ্যাম ৪-১ গোলে পরাজিত করেছে সাউদাম্পটনকে। টোটেনহ্যামের হয়ে গোলগুলি করেন রায়ান সেসিগনন, এরিক ডায়ার, ডিজন কুলুসেভস্কি। সাউদাম্পটনের মহম্মদ সালিসু একটি আত্মঘাতী গোল করেন। সাউদাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন জেমস ওয়ার্ড-প্রোস।
লন্ডন স্পিরিট বনাম ম্যানচেস্টার অরিজিনালস ম্যাচের ফলাফল:
দ্য হান্ড্রেডের ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালসকে ৫২ রানে পরাজিত করে লন্ডন স্পিরিটস। প্রথমে ব্যাটিং করে ইয়ন মর্গ্যানের দল ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে। জ্যাক ক্রলি করেন ৪১ রান, ইয়ন মর্গ্যান করেন ৩৭ রান। ১১ বলে অপরাজিত ৩৪ রান করেন কাইরন পোলার্ড। ম্যানচেস্টারের হয়ে ১৮ রান খরচ করে দুই উইকেট নেন পল ওয়াল্টার। জবাবে ব্যাট করতে নেমে ১০৮ রানে গুটিয়ে যায় ম্যানচেস্টার অরিজিনালসের ইনিংস। লন্ডনের হয়ে ২১ রানে ৪ উইকেট পান জর্ডান থমসন এবং ২১ রানে ২ উইকেট পান মেসন ক্রেন। সোমবার এই ম্যাচটি ছিল কাইরন পোলার্ডের টি-২০ কেরিয়ারে ৬০০তম ম্যাচ।