উপরাষ্ট্রপতি হতে চেয়েছিলেন নীতীশ! বিহারের মুখ্যমন্ত্রীর এনডিএ ত্যাগ নিয়ে বিস্ফোরক 'কাছের' বিজেপি নেতার

তিনি ছিলেন বিহারের (Bihar) উপ মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে নাকি নীতীশ কুমারের (Nitish Kumar) সম্পর্ক ছিল বিজেপি (BJP) নেতাদের মধ্যে সব থেকে ভাল। ২০২০-র বিধানসভা নির্বাচনের পরে সেই সুশীল মোদীকে (Sushil Modi) রাজ্যসভায় পাঠায় বিজেপি। সেখান থেকেই নাকি নীতীশের সঙ্গে বিজেপির সম্পর্ক খারাপের সূত্রপাত। এদিন সেই সুশীল মোদী অভিযোগ করেছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উপরাষ্ট্রপতি (Vice President) হতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি সেই উচ্চাকাঙ্খায় সায় দেয়নি। সেই কারণে তিনি এনডিএ (NDA) জোট ত্যাগ করেছেন।

মুখ্যমন্ত্রী হিসেব শপথ নীতীশের

মঙ্গলবার এনডিএ-র মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করে এদিন মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। আরজেডির তেজস্বী যাদব হয়েছেন উপমুখ্যমন্ত্রী। মহাজোটে সব থেকে বড় দল হল আরজেডি। বিধানসভাতেও তারাই সংখ্যাগরিষ্ঠ। এদিন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। উল্লেখ্য ২২ বছরের ব্যবধানে অষ্টমবারের জন্য এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ কুমার।

জেডিইউ-এর উপহাস

সুশীল মোদীর করা এই দাবি নিয়ে জেডিইউ-এর তরফে উপহাস করা হয়েছে। দলের নেতা রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর দাবি অস্বীকার করে বলেছেন, সুশীল মোদী নিজের দলে শাস্তি পেয়েছেন। তিনি দলের পরিত্যক্ত নেতা। প্রসঙ্গত নীতীশ কুমারের সঙ্গে সুশীল মোদীর ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিহারের রাজনীতিতে সবারই জানা।

নতুন সরকার ভালভাবেই চলবে

বিজেপির সঙ্গ ছাড়ার পরে সুশীল মোদী বলেছিলেন পরের নির্বাচনের আগে রাজ্যের মহাজোট সরকারের পতন হবে আর নীতীশ কুমারও ফের আরজেডিকে ছাড়বেন। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নীতীশ কুমার বলেছেন বিহারের নতুন সরকার খুব ভালভাবেই চলবে। একথা উল্লেখ করা প্রয়োজন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নীতীশ কুমার তাঁর ঘনিষ্ঠ মহলে নাকি বলেছেন তিনি ২০২৪ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে চান। তারপর মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদব।

২০২৪ নিয়ে চিন্তা করা উচিত প্রধানমন্ত্রীর

মঙ্গলবার নীতীশ কুমার সরকারিভাবে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আর হাত মিলিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে। তারপরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন, প্রধানমন্ত্রীর উচিত ২০২৪ নিয়ে চিন্তা করা। সঙ্গে তিনি আরও বলেছেন, তিনি প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৪-এ প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যেই নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়েছেন।
যারা ২০১৪-তে ক্ষমতায় এসেছে, তারা কি ২০২৪-এর বিজয়ী হবে এই প্রশ্নের উত্তরে নীতীশ বলেছএন তিনি চান সব বিরোধীরা একত্রিত হোক। তবে তিনি প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেই বলে ফের এখবার স্মরণ করিয়ে দিয়েছেন।

বিজেপি-জেডিইউ বিভাজন! NDA-র সাংসদ সংখ্যা প্রভাব ফেলবে রাজ্যসভায়বিজেপি-জেডিইউ বিভাজন! NDA-র সাংসদ সংখ্যা প্রভাব ফেলবে রাজ্যসভায়

More NITISH KUMAR News  

Read more about:
English summary
BJP MP Sushil Modi claims Nitish Kumar wants to be Vice President, after declining he quits NDA
Story first published: Wednesday, August 10, 2022, 21:20 [IST]